ঘাটাল উৎসব ও শিশু মেলা-২০২৬ এর মেলা কমিটি ও শাখা কমিটি

ঘাটাল উৎসব শিশুমেলা-২০২৬ (৩৭ তম বর্ষ) । স্থান-ঘাটাল শ্রীঅরবিন্দ স্টেডিয়াম ।  ১৬ জানুয়ারি-২৫ জানুয়ারি

মেলার  পরিচালন কমিটি

সভাপতি: - শ্রী সুমন বিশ্বাস, মহকুমা শাসক, ঘাটাল

কার্যকরী সভাপতি: - শ্রী দিলীপ মাজি,বিশিষ্ট সমাজসেবী
চেয়ারম্যান:
-শ্রী বিকাশ কর,সহ-সভাপতি ঘাটাল পঞ্চায়েত সমিতি

যুগ্ম-সাধারণ সম্পাদক :- শ্রী দীপক অধিকারী (দেব), সাংসদ, ঘাটাল লোকসভা এবং  শ্রী তুহিন কান্তি বেরা, পৌরপ্রধান,ঘাটাল পৌরসভা। 

 প্রধান পৃষ্ঠপোষক মণ্ডলী

শ্রী অনিমেষ সিংহ রায়, মহকুমা পুলিশ অধিকারিক, ঘাটাল
শ্রীমত্যা
মমতা ভূঁঞা, বিধায়ক, দাসপুর

শ্রী অরূপ ধাড়া, বিধায়ক, চন্দ্রকোনা

শ্রী বিশ্বজিৎ মন্ডল, সি.আই অফ পুলিশ, ঘাটাল

 শ্রী অভিক বিশ্বাস, বি ডি , ঘাটাল

শ্রী শঙ্খ চট্টোপাধ্যায়, অফিসার-ইন-চার্জ, ঘাটাল থানা

শ্রী অসিত ঘোষাল, মহাকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক, ঘাটাল

 শ্রী মন্টু কুমার দাস, অধ্যক্ষ ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়

শ্রী আশীষ হুদাইত কর্মাধ্যক্ষ, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ

 শ্রী উদয়শঙ্কর সিংহরায়, বিশিষ্ট সমাজসেবী

 উপদেষ্টামণ্ডলী 

শ্রী অজিত রঞ্জন দে,উপ-পৌর প্রধান, ঘাটাল পৌরসভা

 শ্রী সন্ন্যাসী দোলুই, পৌর প্রধান খরার পৌরসভা

শ্রী গৌরী শংকর বাগ, প্রাক্তন প্রধান শিক্ষক যোগদা সৎসঙ্গ

 শ্রী লক্ষীকান্ত রায় প্রাক্তন টিচার ইনচার্জ ঘাটাল কলেজ

 শ্রী সুজিত ব্যানার্জী, প্রধান শিক্ষক, বরুনা সৎসঙ্গ উচ্চ বিদ্যালয়

 শ্রী সমরেন্দ্র আদক, প্রধান শিক্ষক, ঘাটাল গুরুদাস উচ্চ বিদ্যালয়

শ্রী বৃন্দাবন ঘটক, প্রধান শিক্ষক, হাট সারবেড়িয়া উচ্চ বিদ্যালয়

 শ্রী তারাশঙ্কর দাস বৈরাগী, প্রধানশিক্ষক, বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়

 শ্রীমতি শ্যামলী সর্দার, সভাপতি, ঘাটাল পঞ্চায়েত সমিতি

 শ্রী সুকুমার পাত্র, সভাপতি, দাসপুর- পঞ্চায়েত সমিতি 

শ্রী কৌশিক কুলভী,ডাইরেক্টর, তমলুক ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক

 শ্রী কুমারেশ ভুঁইয়া, কর্মাধ্যক্ষ, দাসপুর পঞ্চায়েত সমিতি 

শ্রী নারায়ণ ভাই, বিশিষ্ট সমাজসেবী।

         সহ- সভাপতি 

শ্রী শৈবাল ঘোষ

শ্রী পঞ্চানন মন্ডল

শ্রী কিঙ্কর পণ্ডিত

         সম্পাদক মণ্ডলী 

শ্রী মিলন জানা

শ্রী সুদীপ মণ্ডল 

হাবিবুর রহম

     সহ সম্পাদক মণ্ডলী 

শ্রীঅরুন মন্ডল

শ্রী সুশান্ত মন্ডল

সেখ শাহআলম বাদশা

      কোষাধ্যক্ষ

শ্রী তাপস ঘটক

 শ্রী অর্ধেন্দু খাঁ

  যুগ্ম আহ্বায়ক 

 শ্রী পার্থপ্রতীম মান্না

 শ্রী চিরঞ্জীব দাস।

 // সাংস্কৃতিক উপসমিতি // .

সভাপতি -শ্রী অসিত ঘোষাল,মহাকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক,ঘাটাল

আহ্বায়ক :শ্রী পার্থ প্রতিম মান্না,শ্রী মিলন জানা, শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী, শ্রী ইন্দ্রনীল ঘোষ

সদস্য:- শ্রী শৈবাল ঘোষ, শ্রী শুভাশিস রায়,শ্রী মৃনাল চক্রবর্তী,শ্রী চিরঞ্জীব দাস শ্রী আলোক পোড়ে, শ্রী তপন দোলই, শ্রী দিলীপ মাইতি,শ্রী সুব্রত সামন্ত, শ্রী সন্দীপ দে

 //অভ্যর্থনা উপসমিতি //

সভাপতি - শ্রী গোপাল দে

আত্মায়ক -শ্রীস্বপন মালিক, শ্রীমতি বাসন্তী সিংহরায়, সেখ সেলিম মহম্মদ, সেখ নজরুল ইসলাম

সদস্য - শুভদীপ সিংহরায়, শ্রী নিমাই ঘোষ, শ্রী শম্ভু পাখিরা, শ্রী শঙ্কর পাল, শ্রী গোপাল বাগ, শ্রী গোপাল কারক, সেখ মুস্তাক আলী, শ্রী পরেশ রায়, শরিফুল হাসান, সেখ মিন্টু আলী, শেখ ইমরান আলী, শেখ চাঁদ আলী, শ্রী সঞ্জয় দোলই

 // অর্থ উপসমিতি //

সভাপতি -শ্রী দীপক অধিকারী,সাংসদ,ঘাটাল লোকসভা

সদস্য - শ্রী দিলীপ মাজি, শ্রী তুহিন কান্তি বেরা, শ্রী বিকাশ কর, শ্রী সুজিত ব্যানার্জী, শ্রী শৈবাল ঘোষ, শ্রী পঞ্চানন মন্ডল, শ্রী মিলন জানা, শ্রী সুদীপ মণ্ডল, হাবিবুর রহমান, শ্রী সুজয় বসু, শ্রী অর্ধেন্দুখাঁ।

// প্রচার উপসমিতি //

সভাপতি -শ্রী শ্রীকান্ত পাত্র

আহ্বায়ক -  শ্রী মনসারাম কর,  শ্রী কুমারেশ রায়, শ্রী রবীন্দ্র কর্মকার, শ্রী শান্তি দত্ত কর্মকার। 

সদস্য:- রেজাউল মল্লিক,শ্রী সৌরভ খান,শ্রী প্রভাস মান্না,লিয়াকত আলি খাঁন, শ্রী রাহুল বেরা, সেখ রাজীব রহমান,শ্রী সুখেন বেরা,জামাল আলী খান,শ্রী মনসা খান, শ্রী দেবদুলাল মাইতি, সিরাজ আলি খান, শ্রী তাপস ঘোষ, শ্রী পলাশ সামন্ত, শেখ আজমাতুল হা,শ্রী সুজিত ঘোষ,শ্রী পলাশ কাকুড়ে, সেখ বাপন,নুরুল ইসলাম, শ্রীমতি রিঙ্কু কোয়ালি,আফসানা বেগম,সাহেব মির্জা,শ্রীপুলক মুখার্জি, শ্রী শুভঙ্কর মন্ডল, শ্রী বাবু সিং, শ্রী অমিত পন্ডিত।

 // প্রভাতফেরী উপসমিতি //

সভাপতি - সেখ নজরুল ইসলাম -
আহ্বায়ক :- শ্রী স্বরূপ সানকি, শ্রী কিশোর দোলই,শ্রী বাবু সিং, শ্রী সুভাষ পাখর
সদস্য
- শ্রী অঙ্কুর পাল, শ্রীকান্ত কদম, শ্রী সোমনাথ সামন্ত, শ্রী গনেশ খান, শ্রী সন্দীপ ব্যানার্জী শ্রী গঙ্গারাম কারক, শ্রী রাজেশ পণ্ডিত,শ্রী সৌরভ মন্ডল, শ্রী সঞ্জয় দোলই, সেখ আবুজার শ্রী স্বপন কান্ডার, শ্রী গৌতম দাস, সেখ আব্দুল সাদ্দাম।

 // সমন্নয় উপসমিতি //

সভাপতি - সেখ সইদুল হক

আহ্বায়ক:- শ্রী শুভাশিস মাইতি, শ্রী দুলাল পতি, শ্রী প্রদীপ ঘোড়ই, শ্রী মনোজ দাস

সদস্য:- শ্রী পিন্টু ঘোষ, শ্রী সমরসামন্ত, শ্রী স্বরূপ পাত্র, শ্রী সুমন পান্ডা, সেখ আশিক মল্লিক সেখ সুরজ মোহম্মদ, শ্রী কাজল ঘোষ, শ্রী সুভাষ পাইন,শ্রী শুভাশিস পাল, শ্রী পরেশ হাজরা।

 // অফিস উপসমিতি //

 সভাপতি - শ্রী সলিল চক্রবর্তী

আহ্বায়ক - শ্রী আলোক পোড়ে,শ্রী সঞ্জয় সু,শ্রী শুভঙ্কর ঘোষ,শ্রী সুভাষ দত্ত

 সদস্য - আলী আকবর খাঁন, শ্রী বরুন দাস,শ্রী শুভাশিস রায়,শ্রী চিরঞ্জীব দাস,শ্রী অক্ষয় ভৌমিক শ্রী দুলাল পতি, শ্রী অরূপ মাইতি,,শ্রী কিঙ্কর দিগার,শ্রী তুহিন শুভ্র ঘোষ, শ্রী বাবু সিং।

 // মঞ্চ উপসমিতি //

সভাপতি - শ্রী অঞ্জন মাইতি

 আহ্বায়ক -শ্রী অঙ্কুর পাল,শ্রীমতি সুপ্রভা ঘোষ,শ্রীমতি মিঠু দাস, সেখ সাকিল উদ্দীন

সদস্য - শ্রী দিব্বজ্যোতি ঘোষ, শ্রী শুভজিৎ পাল, শ্রী সায়ন পাল,শ্রী সুমিত ভৌমিক,শ্রী পার্থ জানা, শ্রী সিদ্ধার্থ সামন্ত, শ্রী লক্ষণ চানক, শ্রী শুভেন্দু ঘোষ, শ্রী জয়দেব দোলই, শেখ মুজিবর রহমান, খোকন আলি খান, মেহেবুব আলম, শ্রী সৌরভ দুবে।

 // পত্রিকা উপসমিতি //

 সভাপতি -শ্রী দিবাকর শী

আহ্বায়ক -শ্রীবিশ্বজিৎ চক্রবর্তী,শ্রী অরুনাভ বেরা, শ্রী রূপশঙ্কর আচার্য্য, শ্রী বরুন বিশ্বাস

 সদস্য - শ্রী অশোক সামন্ত, শ্রী মিলন কুইলা,শ্রী কাজল সামন্ত, শ্রীদিলীপ মাইতি, শ্রী আলোক পোড়ে, শ্রী সমরেন্দ্র নাথ আদক, শ্রী শৈবাল ঘোষ, শ্রী প্রেমনাথ সানকি শ্রী সুব্রত সামন্ত, শ্রী সন্দীপ দে।

 // স্বাস্থ্যউপসমিতি //

সভাপতি - এস ডি এমও, ঘাটাল মহকুমা হাসপাতাল

আহ্বায়ক -শ্রী পঞ্চানন মন্ডল, ডাঃ শিশির দাস,ডাঃ শোভন দাস,ডাঃ জিয়াউর রহমান,

 সদস্য: --ডাঃ পীযুষকান্তি ঘোষ, ডাঃ অসিত দত্ত, ডাঃ এইচ কে পাল, ডাঃ ওঙ্কারনাথ দত্ত, ডাঃ মৃন্ময় বসু, ডাঃ অরুনাংশু বেরা, ডাঃ স্বপন বক্সি, ডাঃ অরবিন্দ ভট্টাচার্য্য, নারায়ণ ভাই, শ্রী সুনন্দ ভুঁইয়া

  // তথ্য সম্প্রচার উপসমিতি//

সভাপতি - শ্রী মিলন জানা 

আহ্বায়ক:- কাজলকান্তি কর্মকার, মনসারাম কর, নকিবুল ইসলাম,  শ্রী কৌশিক সাঁতরা

সদস্য - শ্রী গঙ্গাধর রায়,শ্রী সুদীপ মণ্ডল, শ্রী তপেন্দ্র পালুই,শ্রী জোতি দাস,শ্রী সৌরভ পাল, শ্রী রবীন্দ্র কর্মকার, শ্রী শ্যামসুন্দর দোলই, সেখ ইয়াসউদ্দীন, শ্রী অভীক দাস, সেখ রাজিবুল, সেখ বাবুলাল, সুকদেব দোলই,শ্রী হরিপদ পাঁজা, শ্রী লক্ষী দাস, শ্রী বাপ্পাদিত্য সামন্ত, শ্রী বিজয় মাইতি।

 // ক্রীড়া উপসমিতি //

সভাপতি -শ্রীদিলীপ বাগ

সহ সভাপতি -শ্রীবিশ্বনাথ মন্ডল

আহ্বায়ক -শ্রী নবকুমার চৌধুরী, শ্রী পলাশ মল্লিক রনি আনসারী, শ্রী দিব্যেন্দু শেখর রায়

সদস্য: শ্রী বিষ্ণুপদ দোলই, তইদুল আলী,শ্রী স্বরূপ পাত্র, শ্রী,ইন্দ্রজিৎ মাল, শ্রীমনোজ মাদ্রাজি শ্রী সঞ্জয় পাইন, শ্রী অসীম গুছাইত,শ্রী স্বপন বক্সী, শ্রী আশিস মালিক, সেখ রাকেশ, অভিজিৎ ঘোষ, বিশ্বজিৎ দোলই, আকাশ সাঁতরা, শ্রী অমিত নায়েক, শ্রীকালীপদ মন্ডল।

 // স্বেচ্ছাসেবক উপসমিতি //

 সভাপতি -শ্রী অঙ্কুর পাল

আত্মায়ক:- শ্রী শুভাশিস মাইতি, শ্রীকান্ত কদম,শ্রী সৌম্যজিৎ ভট্টাচার্য্য, সেখ ওয়াসিম আক্রম

সদস্য -শ্রী বিক্রম মণ্ডল, শ্রী বিপ্লব শাসমল,শ্রী রাছল বেরাশ্রী সুমিত ভৌমিক, শ্রী সায়ন মিশ্র. শ্রী সৌরভ মাইতি,শ্রী রণিত দাস,শ্রী তুফান পন্ডিতশ্রী শুভজিৎ হাজর,শ্রী রোহিত দাস, রমিজ রাজা, শ্রী সমর দাস, সেখ মইনুদ্দিন,শ্রী অশোক বেরা, শ্রী বঙ্কিম দণ্ডপাট, শ্রী সুবীর বেরা,শ্রী জনি মোদক,শ্রী দেরুসরকার, রুম খান,হাসিবুল খান, শ্রী শ্যামল মিশ্র।

 // পরিবহনউপসমিতি //

সভাপতি -শ্রী স্বপন ভূইয়া

আত্মায়ক -শ্রী তাপস ঘটক, শ্রী গোপাল দে, শ্রী প্রভাত পান, মেহের আলী

সদস্য - শ্রী পাপ্পু নায়েক, শ্রী সুশান্ত মারগুল, শ্রী দেবাশীষ আদক, শ্রী চঞ্চল পাল, শ্রী বিজয় মাইতি, শ্রী দুঃখিরাম চঙদার, মুজিদ আলী শা, শ্রী পুলক পরামানিক, শ্রী সঞ্জীব দে শ্রী মোহন বাগ, শ্রী অরূপ ঘোষ

 // শিশু বিষয়ক উপসমিতি//

সভাপতি -শ্রী সুমন বিশ্বাস, মহকুমা শাসক, ঘাটাল

আত্মায়ক -শ্রীমতী শ্যামলী সর্দার, জারিনা ইয়াসমিন, শ্রীমতি মৃদুলা দত্ত, শ্রীমতি বন্দনা পাখিরা - ডাঃ শিশির দাস।

সদস্য :-ডাঃ বি কে ভাদুড়ী, ডাঃ হিমাদ্রি দেবনাথ, ডাঃ বিমান বর্মন, ডাঃ পার্থপ্রতীম দে, ডাঃসেকেন্দার আলী,ডাঃ কণিকা মুখার্জী, ডাঃ ঝুমা সূত্রধর, ডাঃ সৌগত চক্রবর্তী, শ্রী পঞ্চানন মন্ডল।

 // থিম ভাবনা উপসমিতি //

সভাপতি -শ্রী অশোক সামন্ত

আহ্বায়ক - শ্রী মিলন কুইলা, শ্রী পার্থপ্রতীম মান্না, শ্রী শৈবাল ঘোষ, শ্রী অসিত গোস্বামী

সদস্য - শ্রী অভিজিৎ চক্রবর্তী, শ্রী কিঙ্কর পণ্ডিত, কাজলকান্তি কর্মকার, শ্রী কুমারেশ রায়, শ্রী স্বরূপ বেরা, শ্রী সুভাষ দত্ত, শ্রী প্রদীপ ঘোড়ই, শ্রী বিকাশ কর, শ্রী শুভঙ্কর ঘোষ, শ্রী তপন দোলই।

// খাদ্য উপসমিতি //

সভাপতি - শ্রী রাজন কুলভী

আহ্বায়ক - শ্রী স্বপন ভূইয়া,শ্রী অনুপ চক্রবর্তী,শ্রী শিবশঙ্কর ডোগরা, শ্রী শান্তনু চক্রবর্তী।

সদস্য:-  -শ্রীসুমন পাল, শ্রী রঞ্জিত মন্ডল,সঞ্জয় ঘোষ, শ্রী বিশ্বনাথ জানা,শ্রী প্রদীপ বাগ, শ্রী আশিস হাটই, শ্রী সুভাষ পাইন, শ্রী অমিত দোলই, শ্রী দিলীপ মাইতি, শ্রী জয়ন্ত সাঁতরা, শ্রী সুব্রত কর, শ্রী ধর্মেন্দ্র জানা।

// স্টল উপসমিতি //

 সভাপতি -শ্রীউৎপল লাল।

আত্মায়ক - শ্রী পাপন ঘোষাল,ডেভিড সাহা, সেখ রাকেশ, শ্রী অভিজিৎ কর্মকার।

সদস্য - শ্রী অমিয় দোলই, সৌরভ দুবে, শ্রী ফটিক সাতিক, শ্রী বরুন পণ্ডিত,শ্রী সমর সামন্ত, শ্রী জ্যোতি দাস, শ্রী দেবু পাল,জয়নাল আলি,সেখ সাবির মহম্মদ, শ্রী দেবু বোস, শ্রী ব্যাপাদিত্য দোলই, আইনাল খান, বাপি কাজী, শ্রী শ্রীমন্ত দাস,,শ্রী সুকান্ত কোলে শ্রী শঙ্কর চক্রবর্তী

// আবাসন উপসমিতি//

সভাপতি - শ্রী লক্ষীনারায়ণ মান্না।

আহ্বায়ক - শ্রী দিলীপ কুমার জানা,শ্রী অনুপ চক্রবর্তী,শ্রী সুজয় বোস, সেখ মনিরুদ্দিন।

সদস্য -শ্রী অহিম জানা, শ্যামাপদ মান্না,শ্রী রঞ্জিত মন্ডল, শ্রী সুরজিৎ মান্না,শ্রী অতীন্দ্র মান্না, শ্রী সুজয় সূর, শ্রী সন্তু জানা,শ্রী বিক্রম মণ্ডল,শ্রী অক্ষয় ভৌমিক,শ্রী দেবব্রত দোলই।

//বিজ্ঞাপন উপসমিতি //

সভাপতি- শ্রী শিবশঙ্কর ডোগরা

আহ্বায়ক - শ্রী কুমারেশ রায়,শ্রী স্বরূপ বেরা,সেখ মনিরুদ্দিন,সেখ ইয়াসউদ্দিন।

সদস্য - শ্রী পাপন ঘোষাল, শ্রী সমিত দোলই, সফিক খান, শ্রী শ্যামল ঘোষাল, মুস্তাক আলী, শ্রী সুখেন বেরা, শ্রী প্রভাস মান্না, রাহুল বেরা,শ্রী পিন্টু ঘোষ, সেখ শামীম, সেখ নূর হোসেন, শ্রী সঞ্জিত ঘোষ, শ্রী সুমিত মন্ডল, শ্রী দেবব্রত অধিকারী, শ্রী শুভাশিস মিত্র।

  // আইনী পারামর্শ উপসমিতি //

সভাপতি:- শ্রী দয়াময় চক্রবর্তী

সদস্য:- শ্রী প্রসাদ পাঠক ব্যানার্জী, শ্রী তপন রায়,শ্রী সুদীপ্ত রায়, শ্রী দিলীপ মাজি, শ্রী অনুপ চক্রবর্তী, দিবাকর সী।

 // ক্রেতা সুরক্ষা উপসমিতি //

সভাপতি- -মহকুমা ক্রেতাসুরক্ষা আধিকারিক

আহ্বায়ক -শ্রী শুভাশিস মুখার্জী, শ্রী অভিজিৎ চক্রবর্তী, শ্রী সুকান্ত চক্রবর্তী।

সদস্য -শ্রী লাল্টু চক্রবর্তী, শ্রী দিলীপ গুছাইত,শ্রী অনুপম মন্ডল, শ্রী সাহেব দোলই, শ্রী প্রদীপ ঘোড়ই, শ্রী সুকুমার ধাড়া, শ্রী আশীষ রায়, শ্রী তরুণ পালুই,শ্রী পরেশ রায়।

 // রক্তদান উপসমিতি //

 সভাপতি - শ্রী রামপদ মান্না, সাংসদ প্রতিনিধি, ঘাটাল।

 সহ - সভাপতি - শ্রী শুভাশিস মাইতি।

 আহ্বায়ক -শ্রী পঞ্চানন মন্ডল, শ্রী শ্যামলেন্দু মন্ডল, শ্রী কৌশিক কুলভী, হাবিবুর রহমান, নজরুল ইসলাম, শ্রী কিঙ্কর পণ্ডিত, গোপাল মাইতি,শ্রী ভাবানীপ্রাসাদ মণ্ডল,শ্রী সুকুমার বেরা, শ্রীমতি সুজাতা সিং।

সদস্য:- শ্রী তাপস ঘটক,শ্রী তাপস পোড়েল,শ্রী সুভাষ দত্ত,শ্রী শ্রীকান্ত কদম, মতিউর রহমান,শ্রী প্রভাস মান্না, শ্রী পিন্গুচ্ছইত,শ্রী জ্যোতি দাস,,বিশ্বজিৎ রায়, শ্রী সৌম্যজিৎ ভট্টাচার্য, শ্রী বিক্রম মন্ডল, শেখ এম ডি সাবির, শেখ আরিফ, অনিমেষ সাঁতরা,শ্রী নিমাই ঘোষ,শ্রী অভীক দাস।

//শৃঙ্খলা উপসমিতি //

সভাপতি - আলী আকবর খাঁন।

আহ্বায়ক -শ্রী তুহিনকান্তি বেরা,শ্রী অরুন মণ্ডল,,হাবিবুর রহমান,শ্রী অনুপ চক্রবর্তী।

সদস্য:- -নারায়ণ ভাই,কিঙ্কর পণ্ডিত,শ্রী দিলীপ মাজি, শ্রী বিকাশ কর, শ্রী পঞ্চানন মন্ডল,শ্রী মিলন জানা, শ্রী স্বপন ভূইয়া, সেখ শাহআলম বাদশা।

 

 

 


 

 

 

নবীনতর পূর্বতন