এখন পর্যন্ত আমাদের দপ্তরে যে পুজোগুলির তথ্য এসেছে সেগুলি বিস্তারিত প্রকাশ করা হলো, পরে আরও তথ্য এলে এই তালিকাতেই যুক্ত করে দেওয়া হবে। এখানে ঘাটাল মহকুমার থিম ও বিগ বাজেটের পুজোগুলিকে তুলে ধরা হলো।
♦️সোনাখালী ক্লুল পাড়া (২২ তম বর্ষ): এবারের থিম: করি যন্ত্রের বন্দনা তবু যন্ত্রই যন্ত্রণা, বাজেট : ৩৩ লক্ষ টাকা। ২০২৪-এর ঠিম ছিল: অরণ্য। স্থান- সোনাখালি।
♦️ফরিদপুর সর্বজনীন দুর্গোৎসব (৯ তম বর্ষ): এবারের থিম: আলোক মঞ্জুরী, বাজেট : ১২ লক্ষ টাকা। থিমে থাকছে- সুতো দিয়ে মন্ডপ সজ্জা। স্থান- ফরিদপুর, চাইপাট।
♦️কলাইকুন্ড সর্বজনীন দুর্গোৎসব (৩০ তম বর্ষ): এবারের থিম: ভূস্বর্গ কাশ্মীর স্বপ্ন দেখছে সম্প্রীতির, বাজেট : ১১ লক্ষ টাকা। স্থান- কলাইকুন্ডু, দাসপুর। ২০২৪ এর থিম ছিল: মানবতার বোধী বৃক্ষ।
♦️রাধাকান্তপুর সর্বজনীন হাটতলা দুর্গোৎসব কমিটি (৬১ তম বর্ষ): এবারের থিম: রত্নগর্ভ, বাজেট : ১৫ লক্ষ টাকা। ২০২৪-এর ঠিম ছিল: এলাম স্বপ্নের জগতে । রাধাকান্তপুর হাটতলা, দাসপুর।
♦️খানখানাচক সর্বজনীন দুর্গোৎসব (৩৮ তম বর্ষ): এবারের থিম: ৫১ ফুট প্রতিমা, বাজেট : ২৫ লক্ষ টাকা। স্থান- খানখানাচক, দাসপুর।
♦️পাঁচবেড়িয়া সানরাইজ ক্লাব ( ২৩ তম বর্ষ): এবারের থিম: বাঁকুড়ার টেরাকোটা, বাজেট : ২০ লক্ষ টাকা। থিমে থাকছে:- পোড়ামাটির শিল্পকার্য স্থান- পাঁচবেড়িয়া স্কুল মাঠ, দাসপুর। ২০২৪ এর থিম ছিল: রাজস্থানের রাজমহল।
♦️গোপালপুর সর্বজনীন দুর্গোৎসব (২০ তম বর্ষ): এবারের থিম: আমাজনের শিহরণ, বাজেট : ২০ লক্ষ টাকা। গোপালপুর, দাসপুর।
♦️চাঁদপুর নবোদয় সংঘ (৩০ তম বর্ষ): এবারের থিম: চেনা পুজো অচেনা সৃষ্টি, বাজেট : ৬ লক্ষ টাকা। ২০২৪-এর ঠিম ছিল: উৎসারণ। চাঁদপুর, দাসপুর।
♦️বেলিয়াঘাটা সর্বজনীন দুর্গোৎসব কমিটি (৬২ তম বর্ষ): এবারের থিম:- সৃষ্টি সংহার, বাজেট- ১৫ লক্ষ, থিমে থাকছে: -পুরনো মন্দির সংরক্ষণ বা প্রাচীন ঐতিহ্য সংরক্ষণ। ২০২৪-এর ঠিম ছিল: সমারোহে শান্তি
♦️নাড়াজল দুর্গোৎসব কমিটি (৩১ তম বর্ষ): এবারের থিম: মিসরের দেশ, বাজেট : ১১ লক্ষ টাকা। স্থান- নাড়াজোল, দাসপুর।
♦️বালিপোতা সার্বজনীন দুর্গোৎসব ( বর্ষ-৩): এবারের থিম: স্বর্গের আলোময় ময়ূরপঙ্খী ও লেজার শো। বাজেট ৭ লক্ষ। স্থান- বালিপোতা, নাড়াজোল, দাসপুর।
♦️চককিশোর দুর্গোৎসব সংঘ (বর্ষ-৩): এবারের থিম: ফিরিয়ে দাও অরণ্য । স্থান- চককিশোর, সোনাখালি, দাসপুর।
♦️সোনামুই হাট সার্বজনীন দুর্গোৎসব কমিটি ( ৫৪ তম বর্ষ): এবারের থিম: আলোক বর্তিকা। বাজেট : ১০ লক্ষ টাকা। স্থান- সোনামুই, দাসপুর। ২০২৪ এর থিম ছিল: মাতৃশক্তি।
♦️রাজনগর ইয়ং সোসাইটি (৬২ তম বর্ষ): এবারের থিম: আলোর পৃথিবী, স্থান- রাজনগর, দাসপুর।
♦️কলোড়া সর্বজনীন দুর্গোৎসব (১৬ তম বর্ষ)। এবারের থিম:- পুরুলিয়ার ছৌ। বাজেট:- ১০ লক্ষ। থিমের মধ্যে তুলে ধরা হবে- পুরুলিয়ার ছৌ নাচের মুখোশ দিয়ে মন্ডপ।
♦️গৌরা সার্বজনীন দুর্গোৎসব কমিটি ১৪ তম বর্ষ। এবারের থিম -পরম্পরা। বাজেট -১০ লক্ষ টাকা। (মন্ডপের সাজসজ্জা থাকবে বাংলার যে সমস্ত জিনিস অবলুপ্তি হয়েছে সে সমস্ত জিনিসকেই আবার পুনরায় তুলে ধরা)
♦️দরি অযোধ্যা সর্বজনীন দূর্গা উৎসব সোসাইটি (৪৬ তম বর্ষ)। এবারের থিম: 'কন্যা ভ্রূণ হত্যা মহাপাপ'। বাজেট ৬ লক্ষ। প্রতিমার বিশেষত্ব-মাটির প্রতিমা মাটির কাপড় মাটির গহনা। ২০২৪-এর থিম ছিল: গানের গিটার।স্থান: দরি অযোধ্যা, দাসপুর।
♦️বেলডাঙা চাইপাট দুর্গা উৎসব কমিটি (৪৭ তম বর্ষ)। এবারের থিম- আদিবাসী মানুষ জন ও তাদের দেবদেবী। বাজেট- আনুমানিক ১০ লক্ষ টাকা। প্রতিমার বিশেষত্ব -আদিবাসী সম্প্রদায়ের আদলে প্রতিমা। ২০২৪-এর থিম ছিল: কৈলাসের শিব। স্থান: বেলডাঙ্গা চাইপাট ব্রিজের নিকট।
♦️কামালপুর সর্বজনীন দুর্গোৎসব ( ৭৭ তম বর্ষ) এবারের থিম- নবদুর্গা, স্থান কামালপুর হাট প্রাঙ্গণ।
♦️কিসমত খাঞ্জাপুর। থিম- ‘জলের উপর নৌকা বিহারে মা’
ঘাটাল
♦️ঘাটালের পঞ্চপল্লী (৩১ তম বর্ষ): এবারের থিম: সিঁদুর, বাজেট : ২০ লক্ষ টাকা, থিমে থাকছে:- পেহালগাঁও ঘটনা। ২০২৪-এর ঠিম ছিল: হোকপ্রতিবাদ। ঘাটাল কুশপাতা।
♦️ঘাটাল ১৩ –এর পল্লী দুর্গোৎসব (৩০ তম বর্ষ): এবারের থিম: এক টুকরো কোরিয়া, বাজেট : ১৬ লক্ষ টাকা। থিমে থাকছে:- পোড়ামাটির শিল্পকার্য। স্থান- কোন্নগর ঘাটাল। ২০২৪ এর থিম ছিল: গুজরাটের সোমনাথ মন্দির।
♦️হরিশপুর দ্যা ফ্রেন্ডস ক্লাব: এবারের থিম: ইন্দ্র রাজপুরি। বাজেট : ১৪ লক্ষ টাকা। স্থান- ঘাটাল হরিশপুর, বন্দর খেয়াঘাটের কাছে।
♦️শ্যামসুন্দরপুর সার্বজনীন দুর্গোৎসব (২৬ তম বর্ষ): এবারের থিম: থাইল্যান্ডের হোয়াইট টেম্পল। স্থান- শ্যামসুন্দরপুর, ঘাটাল। ২০২৪ এর থিম ছিল: চা বাগান।
♦️সৎসঙ্গ সর্বজনীন দুর্গোৎসব কমিটি (বর্ষ-৬): এবারের থিম: আঁচল । বাজেট ৭ লক্ষ। স্থান- ঘাটাল আড়গোড়া।
♦️হরিশপুর সর্বজনীন দুর্গাপুজো। (৩৮ তম বর্ষ) এবারের থিম: সৃষ্টি কর্তা মহাদেব। বাজেট প্রায় ৭ লক্ষ টাকা। ২০২৪ এর থিম ছিল: জল জাহাজ।
♦️ঘাটাল ৩-এর পল্লী সর্বজনীন দুর্গাপুজো (৩৩ তম বর্ষ) এবারের থিম: লালকেল্লা। বাজেট প্রায় ৭ লক্ষ টাকা। ২০২৪ এর থিম ছিল: বেলুড়মঠ। স্থান: কৃষ্ণনগর, ভারতী সিনেমা হলের পাশে শিলাবতী ক্লাব ময়দান।
চন্দ্রকোনা
♦️চন্দ্রকোনা গোপসাই লালসাগর সর্বজনীন দুর্গোৎসব (১৬ তম বর্ষ): এবারের থিম: এলেন নতুন দেশে, বাজেট : ৯ লক্ষ টাকা। থিমে থাকছে:- ফেলে দেওয়া জিনিস কে তুলে নিয়ে আবার নতুন ভাবে গড়ে তোলা। ২০২৪-এর ঠিম ছিল: নতুন গ্রামের কাঠের পুতুল । গোপাসাই, চন্দ্রকোনা।
♦️মানিককুণ্ডু সর্বজনীন দুর্গোৎসব (১৫ তম বর্ষ): এবারের থিম: 'পিঞ্জরে প্রাণ, মুক্তির গান'। স্থান: বাঁকা, চন্দ্রকোনা।