মাস্টার প্ল্যানে দাসপুরে মোট আটটি নতুন কংক্রিটের সেতু নির্মাণ করতে চলেছে সেচ দপ্তর।

সংবাদ প্রতিদিনে প্রকাশ (১৭ অক্টোবর ২০২৫): মুখ্যমন্ত্রীর নির্দেশে জোরকদমে শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। ঘাটাল মাস্টার প্ল্যানের আওতায় থাকা পশ্চিম মেদিনীপুরের দাসপুর বিধানসভা এলাকায় প্রস্তাবিত সেতুর জায়গা খতিয়ে দেখতে দাসপুরে এলেন রাজ্য সেচ দপ্তরের একটি প্রতিনিধিদল। প্রতিনিধি দলটি মঙ্গলবার থেকে দাসপুরের বিভিন্ন এলাকা পরিদর্শন করা শুরু করেছে। বৃহস্পতিবার রাজ্য সেচ দপ্তরের ডিজাইন দপ্তরের ডেপুটি ডিরেক্টর পিনাকী চট্টোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিনিধিদলটি দাসপুর দুই নম্বর ব্লকের বিভিন্ন জায়গা খতিয়ে দেখেন। সঙ্গে ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উত্তম হাজরা, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উজ্জ্বল মাখাল, সেকশন অফিসার মৃণাল হালদার প্রমুখ। দাসপুর দুই নম্বর ব্লকের জেলা পরিষদ সদস্য সৌমিত্র সিংহরায়, দাসপুর দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শিখা দোলই, পূর্ত কর্মাধ্যক্ষ প্রদীপ পোড়েও প্রতিনিধিদলের সঙ্গেরয়েছেন। রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশমতো দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে প্রস্তাবিত সমস্ত সেতু সুইস গেটগুলির প্ল্যান এস্টিমেট করে যত দ্রুত সম্ভব জমা দিতে হবে। তারই কাজ চলছে জোরকদমে।" জেলা সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উত্তম হাজরা বলেন, "ঘাটাল মাস্টার প্ল্যানের আওতায় দাসপুর বিধানসভা এলাকায় কয়েকটি সেতুর প্রস্তাব রয়েছে। সেগুলিই খতিয়ে দেখা হচ্ছে। তারপরই প্ল্যান এস্টিমেট করা হবে।" জানা গিয়েছে, দাসপুরের পলাশপাই নদী, দুর্বাচটি নদী, শোলাটোপা খাল, ভসরা খালগুলির উপর মোট আটটি নতুন কংক্রিটের সেতু নির্মাণ করতে চলেছে সেচ দপ্তর। জেলা পরিষদ সদস্য সৌমিত্র সিংহরায় বলেন, "ঘাটাল মাস্টার প্ল্যানে দাসপুর বিধানসভা এলাকাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা মাস্টার প্ল্যান মনিটারিং কমিটির বৈঠকে আটটি জায়গায় আটটি সেতুর প্রস্তাব দিয়েছিলাম। সেগুলিই খতিয়ে দেখার কাজ শুরু করেছে সেচ দপ্তর। মঙ্গলবার থেকে সেচ দপ্তরের একটি প্রতিনিধিদল খতিয়ে দেখছে। এছাড়া আগেই কয়েকটি সেতুর জায়গাও পরিদর্শন করা হয়েছে। জানা গিয়েছে, দাসপুর দুই নম্বর ব্লকের পলাশপাই নদীর উপর নিশ্চিন্তিপুরে, দুর্বাচটি নদীর উপর কাশীনাথপুরে, শোলাটোপা খালের উপর সীতাপুর যুগনিতলা দাসপুর এক নম্বর ব্লকের ভসরা খালের উপর ধর্মাতে মোট চারটি কংক্রিটের সেতু পলাশপাই নদীর উপর সাতপোতা, নিশ্চিন্তিপুর রামপুরে একটি করে সুইস গেট দুর্বাচটি নদীর উপর শ্যামগঞ্জে একটি- সহ মোট চারটি সুইস গেট তৈরি করতে চায় সেচ দপ্তর। এছাড়া নবীনমানুয়া, গৌরীচক, চকসুলতান, আজুড়িয়া, মশালচকে একটি করে কংক্রিটের সেতু ও ঘুনিঘাটায় একটি স্টিল ব্রিজ তৈরি করতে চলেছে সেচ দপ্তর।



নবীনতর পূর্বতন