আকাশছোঁয়া সাফল্য। বক্সঅফিসের পাশাপাশি রাজনীতির ময়দানে ব্যাপক জনপ্রিয়তা। রুপালী পর্দার স্বপ্ন দেখার শুরুর ইতিকথা অনেক। মুম্বইয়ের ফিল্ম স্টুডিওতে বাবা ক্যাটারিং সার্ভিসের খাবার সরবরাহ করতেন। সেই সূত্রেই ফিল্ম সেটে পা রাখা বর্তমানের সুপারস্টারের। প্রথম দিকেই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে রবি কিনাগীর 'আই লাভ ইউ' ব্যাপক হিট করে যায়। দর্শকদের নজর কেড়ে নেন অভিনেতা দেব। তারপরেই একের পর এক সাফল্য আসে দেবের ঝুলিতে। আর পেছন ফিরে তাকাতে হয়নি। বাংলা সিনেমার একছত্র 'অধিকারী' হয়ে উঠলেন দীপক অধিকারি। শুধু কমাশিয়াল সিনেমা নয়, অন্য ধারার ছবিতেও তিনি নজর কেড়েছেন। অভিনেতা, সুপারস্টার, প্রযোজক ও সাংসদ দেবের বর্তমান বয়স এখন ৪২ বছর। জন্ম ১৯৮২ সালের ২৫ ডিসেম্বর।
অভিনেতা, সুপারস্টার, প্রযোজক ও সাংসদ। জানেন দেবের বয়স কত?
byMansaram Kar
-
