শীতের মরশুম আর ছুটির মেজাজ আজ ১৯ জানুয়ারি রবিবার রেকর্ড করা ভিড় হতে পারে ঘাটাল উৎসব ও শিশু মেলায়

মনসারাম কর, সাংবাদিক, ঘাটাল: শীতের মরশুম আর ছুটির মেজাজ। উৎসব শুরু আর শেষের মাঝে একটি মাত্র রবিবার। আজ ১৯ জানুয়ারি রবিবার রেকর্ড করা ভিড় হতে পারে ঘাটাল উৎসব ও শিশু মেলায়। বিগত রেকর্ড অনুযায়ী এই ছুটির দিনগুলিতে দিনভর মেলায় জমাটি ভিড় দেখা যায়। ঘাটাল মহকুমার দূর-দূরান্ত থেকে অনেকেই পরিবার পরিজন নিয়ে দিনভর আড্ডা দেন মেলায়, রমরমিয়ে চলে বিকিকিনি। দুপুরের খাওয়া-দাওয়া মাঠের মধ্যে সেরে ফেলেন। আবার যাঁরা পেশাগত কাজে মহকুমার বাইরে থাকেন তাঁদের অনেকেই সপ্তাহান্তে আজ বাড়িমুখি। তাই আজ রবিবার মেলার চতুর্থ দিনে দিনভর জমাটি ভিড়ে ভরে থাকবে মেলা। গত তিনদিনে রাতের অনুষ্ঠান দেখতে মঞ্চ সংলগ্ন ও আশপাশে তিল ধারণের জায়গা ছিল না। আর রবিবার রাতে ঘাটাল উৎসব ও শিশু মেলায় আসছেন ইন্ডিয়ান আইডলের প্লে-ব্যাক গায়িকা অন্তরা মিত্র, বর্তমানে তিনি আবার জি-বাংলা রিয়েলিটি শো সারেগামাপা ২০২৪ এর একজন বিচারক। তাই আজ লাভ ট্র্যাকের গানে ভাসবে দর্শক। ফলত আজ রবিবার রাত পর্যন্ত বিকিকিনি আর অনুষ্ঠান দেখতে ঘাটাল উৎসব ও শিশু মেলায় উপচে পড়া ভিড় থাকার সম্ভাবনা। মেলা কমিটি জানিয়েছেন দর্শকদের নিরাপত্তার জন্য যাবতীয় ব্যবস্থা রয়েছে, রয়েছে টাইট সিকিউরিটি ও শতাধিক সিসিটিভির নজরদারি।


 


নবীনতর পূর্বতন