আজ ১৬ জানুয়ারি ৩৬ তম ঘাটাল উৎসব ও শিশুমেলার উদ্বোধন। গতকাল ১৫ জানুয়ারি এক সাংবাদিক সম্মেলনে মেলা কমিটির সাধারণ সম্পাদক তুহিনকান্তি বেরা জানান শীতলবাবুকে মেলা কমিটির তরফে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। কিন্তু তিনি পেয়েছেন কিনা তা জানা নেই। আজ সকালে মেলার আমন্ত্রণ পত্র পাওয়া নিয়ে শীতলবাবু বলেন, তিনি আজ অবধি কোনো আমন্ত্রণ পত্র পাননি। তিনি আরও বলেন, “ওটা তৃণমূলের মেলা, সাংসদ যতই বলুক তিনি সকলকে নিয়েই মেলা করবেন, তিনি তৃণমূলের বাইরে নন, বিগত দিনেও আমন্ত্রণ পাইনি, আর এবারেও পাইনি, পাবো আশাও করিনা”। বিধায়ককে আমন্ত্রণ পত্র দেওয়া প্রসঙ্গে ১৫ জানুয়ারি সাংবাদিক সম্মেলনে তুহিনবাবু জানান, সকলকেই আমন্ত্রণ পত্র দেওয়া হয়েছে, কিন্তু কে কিভাবে দিয়েছে তা বলতে পারবো না, তুহিনবাবু বলেন, সাংসদ দীপক অধিকারি প্রথম দিনেই বলেছিলেন ঘাটালের মেলা, ঘাটালের সবাইকে নিয়েই মেলা, শীতলবাবু যদি এখনও কার্ড না পেয়ে থাকেন তাহলে সম্পাদক হিসেবে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি আপনি আসুন, মেলায় অংশ নিন। প্রসঙ্গত, গত বছরও একইভাবে মেলা কমিটি জানিয়েছিল আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু পেয়েছেন কিনা জানা নেই। এবারেও আমন্ত্রণ জানানো নিয়ে একই ছবি উঠে এল। তবে এবিষয়ে মেলা কমিটির কর্মকর্তারা স্পষ্ট করেননি কে বা কার মাধ্যমে শীতলবাবুকে আমন্ত্রণ কার্ড পাঠানো হয়েছে।
মেলা কমিটির বক্তব্য নিচের লিঙ্কে YouTube Link