মনসারাম কর, সাংবাদিক, (ঘাটাল ও আরামবাগ): বিদ্যালয় প্রতিষ্ঠার ৬৫ বছরের ইতিহাসে এই প্রথম এক ছাতার তলায় আসতে চলেছেন দামোদরপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা। আগামী ১০ ও ১১ জানুয়ারি বিদ্যালয়ে প্রাক্তনী মিলন উৎসবের আয়োজন হয়েছে। মিলন উৎসব ঘিরে ইতিমধ্যেই ব্যাপক সাড়া মিলেছে প্রাক্তনীদের তরফে। উৎসব সুন্দর ও সফল করতে হাতে হাত মিলিয়ে জোটবদ্ধ হচ্ছেন সকলেই। দফায় দফায় চলছে আলোচনা ও পরিকল্পনা গ্রহণ। জানা গিয়েছে, দু’দিনের অনুষ্ঠানসূচী প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। সেই অনুষ্ঠানসূচী খুব শীঘ্রই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশ করবেন উৎসব কমিটি। সূত্রের খবর, ১০ জানুয়ারি সকালে শুরু হবে এক বিশেষ শোভাযাত্রা। শোভাযাত্রায় নজর কাড়বে রনপা এবং মুখোশ পরা রঙ্গ সাজে বাঘ, হাতি ঘোড়ার রঙ্গ দৃশ্য। শোভাযাত্রা শেষে ধাপে ধাপে সাজানো হয়েছে বিশেষ বিশেষ অনুষ্ঠান। দু’দিন দুপুরে সকল প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং বিদ্যালয়ের বর্তমান পড়ুয়াদের খাওয়ার ব্যবস্থা বিদ্যালয়ে। দু’দিন ব্যাপী সকাল থেকে ধাপে ধাপে অনুষ্ঠান চলবে রাত পর্যন্ত। বিশেষ অনুষ্ঠানের মধ্যে রয়েছে মিরাক্কেল খ্যাত কলকাতার রাজু মিদ্যা, কলকাতার ও আরামবাগের বিশেষ নাট্য সংস্থার নাটক, অ্যানিমেশনের মাধ্যমে শর্ট ফিল্ম, জুনিয়র পিসি সরকারের ম্যাজিক, কলকাতা থেকে আগত হরবোলা সহ আরো কিছু। এছাড়াও প্রাক্তনীদের নিয়ে নানান ভাবনা নিয়েছে উৎসব কমিটি, তাঁরা বলবেন তাঁদের স্মৃতিকথা, ভাবাবেগ। একটি বিশেষ স্টেজে সকল প্রাক্তনীদের নাম নথিভুক্তিকরণ এবং বরণের ব্যবস্থা থাকছে। বিদ্যালয়ের প্রাক্তনী মিলন উৎসব উপলক্ষে এক বিশেষ স্বরণিকা “অঙ্কুর” প্রকাশ হবে উৎসব মঞ্চেই। স্বরনিকা পত্রিকায় উঠে আসবে বিদ্যালয়ের নানান অজানা তথ্য ও লেখনি । মিলন উৎসবের বাজেট অনেকটাই বলে জানা গিয়েছে, যদিও তা এখনও প্রকাশ পায়নি, অনুষ্ঠানসূচী চুড়ান্ত হলেই বাজেট নির্ধারণ হয়ে যাবে। খরচের তহবিল আসবে প্রাক্তনীদের থেকেই। সকলের ভাবাবেগকে গুরুত্ব দিয়ে সব দিক থেকে সচেতন থাকছে উৎসব কমিটি। মিলন উৎসবে সকল প্রাক্তনীর উপস্থিতি এবং আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন রেখেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ এবং উৎসব কমিটি। এই মিলন উৎসবে সকল প্রাক্তনীর উপস্থিতি এবং আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন রেখেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ এবং উৎসব কমিটি। দেশ বিদেশ ও ভিন রজ্যে কর্মরত অনেক প্রাক্তনী এই মিলন উৎসবে যোগ দেবেন বলে জানা গিয়েছে। এগিয়ে এসেছেন ভিন রাজ্যে কর্মরত স্বর্ণশিল্পী প্রাক্তনীরা।
নিচের লিঙ্কে টাচ করে প্রাক্তনী মিলন উৎসবের WhatasApp গ্রূপে যোগ দিতে পারবেন প্রাক্তনীরা 👇
মিলন উৎসবের ফেসবুক পেজটি পেজটি ফলো করুন নিচের লিঙ্কে টাচ করে👇
Follow Facebook Page