ওয়েব ডেস্ক: স্মার্ট ফোনের যুগে সাইবার প্রতারণা ক্রমাগত বেড়েই চলেছে। নেট দুনিয়াই সাইবার ক্রাইম নিয়ে অনেকেরই কম বেশি ধারণা রয়েছেI ফোনের ওপার পর্দার আড়াল থেকে আজ ব্যাংকের ম্যানেজার, কাল গ্যাস অফিস থেকে বলছি, পরশু ইলেকট্রিক অফিস থেকে বলছি, শেয়ার বাজারে ইনভেস্ট করুন, দামি ফ্রাঞ্চাইজি নিন, বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে রিভিউ দিন, ঘরে বসে কাজ, ওটিপি শেয়ার করুন । এই ভাবে নানা রকম ভাবে মানুষকে আজ প্রতারণার শিকার হতে হচ্ছে, রাজ্যস্তর থেকে সেন্ট্রাল সবাইকে নাজেহাল হতে হচ্ছে এই সাইবার ক্রাইমকে প্রতিরোধ করতে, সর্বদা মনে রাখবেন অনলাইন প্রতারণার শিকার হলে কল করতে হবে 1930 অথবা cybercrime.gov.in ওয়েব সাইটে অভিযোগ দায়ের করতে হবে। অথবা আপনি আপনার লোকাল থানা অথবা সাইবার থানার দারস্ত হতে পারেন। তৎক্ষণাৎ অভিযোগ জানালে ধরা পড়বে প্রতারকরা।
এলাকার খবর জানাতে ফোন বা WhatsApp করুন 9647180572 নম্বরে।
খবর পেতে নিচের লিঙ্কে টাচ করে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ও ইউটিউব চ্যানেলটি সাবসক্রাইব করুন 👇