পাপিয়া বন্দ্যোপাধ্যায়, প্রতিনিধি, ঘাটাল: ঘাটাল রবীন্দ্রশত মহাবিদ্যালয়ে কমিউনিটি সার্ভিস সম্বন্ধীয় একটি সেমিনার হোলো আজ। এই সেমিনারে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডার কাউন্সিলের সেক্রেটারি দেবকুমার বিশ্বাস এবং ঘাটালের প্রশাসনের সমস্ত আধকারিকরা। আজকের এই সেমিনার একটি বিশেষ উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়। NEP অর্থাৎ National Education Policy অনুযায়ী এই সেমিস্টার থেকে প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য কমিউনিটি সার্ভিস নামে একটি বিষয়কে বাধ্যতামূলক করা হলো। আগেও এই বিষয়টি ছিল কিন্তু বাধ্যতামূলক ছিল না। তাই মুষ্টিমেয় কয়েকজন এই বিষয়ের প্রতি আগ্রহী ছিলেন। কিন্তু এখন প্রত্যেক ছাত্রছাত্রীর জন্যই এই বিষয় বাধ্যতামূলক করা হল। ফলে এই বিষয়টিকে নিয়ে ভাবলে এবং আগামীদিনে সামাজিক কাজে নিজেকে নিয়োজিত করেন তাহলে সামাজিক কাজগুলি আরো সুদূরপ্রসারী হয়। ঘাটাল রবীন্দ্রশত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মন্টু কুমার দাস বলেন, “এই প্রথম বছর যেখানে এই বিষয়টিকে বাধ্যতামুলক করা হলো। আর এই বিষয়টির উপর সম্যক ধারণা দিতেই আমরা আজ একটি বিশেষ সেমিনারের আয়োজন করি । আগামীদিনে আমাদের ছাত্রছাত্রীরা যখন বৃহৎ আকারে সামাজিক কাজগুলি করতে যাবে তখন যদি পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক বিভাগের সাহায্য এবং সহমত থাকে তার জন্য আজকের সেমিনার সকল স্তরের আধিকারিকদের নিয়েই করা হয়। পড়ুয়ারা প্রশাসানিক সহযোগিতায় বৃহৎ আকারে সামাজিক কাজগুলি করতে পারবে । তার মধ্যে রয়েছে বিভিন্ন সামাজিক সচেতনতার কাজ, যেমন পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা, ড্রাগ সেবন বিষয়ক সচেতনতা, রক্তদান শিবির সংক্রান্ত বিষয়। যদিও পাঠ্যক্রম অনুযায়ী গাইড লাইন রয়েছে তাও মূলত এই ধরনের নানান সামাজিক সচেতনতার বিষয় নিয়ে কাজ করবে ছাত্রছাত্রীরা। সেক্ষেত্রে আমরা যদি প্রশাসনিকভাবে সাহায্য পাই তাহলে সুদূরপ্রসারী ফল পেতে পারি। সেকারনেই আজ উপস্থিত ঘাটালের বিডিও, এসডিও থেকে শুরু করে বিভিন্ন প্রশাসক স্তরের আধিকারিকদের সামনে আমি পুরো বিষয়টি তুলে ধরি এবং এর সুবিধাগুলি নিয়েও তাদেরকে বিস্তারিত জানাই”।
এলাকার খবর জানাতে ফোন বা WhatsApp করুন 9647180572 নম্বরে। নিচের লিঙ্কে টাচ করে ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়ার WhatasApp গ্রূপে যোগ দিন 👇
খবর পেতে নিচের লিঙ্কে টাচ করে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ও ইউটিউব চ্যানেলটি সাবসক্রাইব করুন 👇