“স্যার একদিন দুপুরে চিকেন বিরিয়ানি খাওয়াতে হবে”, আবদার শুনেই গোটা বিদ্যালয় চত্তর বিরিয়ানির গন্ধে ম-ম

মনসারাম কর, সাংবাদিক, ঘাটাল: বিদ্যালয়ে দুপুরের খাবারে ছাত্র-ছাত্রীদের জন্য এলাহী ব্যবস্থা। পাতে পড়লো চিকেন বিরিয়ানি সাথে আবার ডিম। মহাআন্দন্দে খেল বিদ্যালয়ের সকল পড়ুয়া।  একেবারে পঞ্চম থেকে দ্বাদশ, সকল ছাত্রছাত্রীদের জন্যই এই ব্যবস্থা করলো বিদ্যালয় কর্তৃপক্ষ । জানা যায় বিদ্যালয়ের পড়ুয়াদের কয়েকজন একদিন আবদার করে শিক্ষকদের বলে, ‘স্যার একদিন দুপুরে আমদের  চিকেন বিরিয়ানি খাওয়াতে হবে”। সন্তানসম  কচিকাঁচাদের এই আবদারে আজ গোটা বিদ্যালয় চত্তর বিরিয়ানির গন্ধে ম ম। ছাত্রছাত্রীদের খাওয়াতে রান্না করা থেকে খাবার বিতরণে বালতি হাতে অংশ নিলেন শিক্ষকরাও। এমনটাই দেখা গেল ঘাটালের মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয়ে। দুপুরের খাবারে এমন ব্যবস্থায় বেজায় খুশি সকল পড়ুয়া। ষষ্ঠ শ্রেণীর প্রিতম সামন্ত নামে এক ছাত্র কথায় কথায় জানালো বিদ্যালয়ের মিড-ডে-মিল বরাবরই খুব ভালো মানের, আজ একেবারে স্পেশাল ব্যবস্থা, আমাদের স্যারেরা খুবই ভালো। বিদ্যালয় কর্তৃপক্ষের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও এলাকার মানুষজন। প্রসঙ্গত, তাৎপর্যপূর্ণ ভাবে এই বিদ্যালয়ে দেখা গিয়েছে আরও একটি বিষয়, মূল গেটের সামনে বসানো হয়েছে জনঅভিযোগ বক্স, এর উদ্দেশ্য মিড-ডে-মিল সহ অন্যান্য বিষয়ে কোনো অভিভাবক বা পড়ায়ারা তাঁদের কোনো অভিযোগ থাকলে তাঁরা লিখিত আকারে ওই বক্সে জানাতে পারেন, যা কার্যত নজিরবিহীন।

এলাকার খবর জানাতে ফোন বা WhtasApp করুন 9647180572 নম্বরে 

 নিচের লিঙ্কে টাচ করে ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়ার WhatasApp গ্রূপে যোগ দিন 👇 

Join WhatsApp Group

খবর পেতে নিচের লিঙ্কে টাচ করে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ও ইউটিউব চ্যানেলটি সাবসক্রাইব করুন  👇

Follow Facebook Page

YouTube Link



নবীনতর পূর্বতন