মনসারাম কর, সাংবাদিক, ঘাটাল: ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে মানিক পোড়া নামে চন্দ্রকোনা থানার কোড়াশিয়া গ্রামের এক গৃহশিক্ষককে গ্রেফতার করেছিল চন্দ্রকোনা থানার পুলিশ। ছাত্রীর মায়ের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে পক্সো আইনে ওই গৃহশিক্ষকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশ। পুলিশ সূত্রে খবর আজ তাঁকে ঘাটাল আদালতে তোলা হলে শিক্ষকের জামিন খারিজ করে দেয় আদালত এবং ধৃত গৃহশিক্ষকের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ১৪ দিন পর ফের তাঁকে আদালতে তোলা হবে। ছাত্রীর মায়ের অভিযোগ অনুযায়ী ওই গৃহশিক্ষক মল্লেশ্বরপুরের অষ্টম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানি করেছেন। অভিযোগ পেয়ে গতরাতেই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। এরপর আজ সকালে ওই শিক্ষকের মুক্তির দাবিতে চন্দ্রকোনা থানায় জামায়েত করেন শিক্ষক অন্যান্য ছাত্রছাত্রীরা। অন্যান্য ছাত্রছাত্রীদের দাবি তাঁদের শিক্ষককে ফাঁসানো হয়েছে। যদিও ছাত্রীর মায়ের অভিযোগ অনুযায়ী আইনি প্রক্রিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। ছবিটি কাল্পনিক।
এলাকার খবর জানাতে ফোন বা WhtasApp করুন 9647180572 নম্বরে
নিচের লিঙ্কে টাচ করে ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়ার WhatasApp গ্রূপে যোগ দিন 👇
খবর পেতে নিচের লিঙ্কে টাচ করে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ও ইউটিউব চ্যানেলটি সাবসক্রাইব করুন 👇