ব্যুরো রিপোর্ট: সাবধান! ফেসবুকের অপরিচিত বন্ধুর সাথে দেখা করতেই বদলে গেল চিত্রনাট্য। ঝাড়খণ্ডের বিষ্টুপুর এলাকার বাসিন্দা ২৭ বছর বয়সী ইঞ্জিনিয়ার, চাকরির সন্ধানে ছিলেন বেশ কিছুদিনযাবৎ । ফেসবুকে বন্ধুত্ব পাতান অপরিচিত এক ব্যক্তির সঙ্গে। নতুন ‘বন্ধু’ প্রতিশ্রুতি দেন উত্তম চাকরি যোগাড় করে দেওয়ার। তাঁকে কিছুই করতে হবে না, শুধু দমদম বিমানবন্দরের কাছে মাইকেল নগরে এসে বন্ধুর সঙ্গে দেখা করতে হবে। সেইমতো ৪ জুলাই যথাস্থানে হাজির হন ওই ইঞ্জিনিয়ার। দুই ফেসবুক বন্ধুর প্রথম সাক্ষাতেই হাত হাত মিলিয়ে চলে পাশের দোকানে চা-য়ে চুমুক । তারপর বাইকে চড়িয়ে তাঁকে নিয়ে যাওয়া হয় একটি ফ্ল্যাটে। এখানেই বদলে যায় চিত্রনাট্য। তাঁকে ফ্ল্যাটে বন্দী করে, মাথায় রীতিমত বন্দুক ঠেকিয়ে, মুক্তিপণের দাবী জানিয়ে তাঁর পরিবার-পরিজনের সঙ্গে যোগাযোগ করে ‘বন্ধু’ ও তার দলবল। তবে ‘অল্পেই’ সন্তুষ্ট অপহরণকারীরা ৭০ হাজার টাকা পেয়েই ছেড়ে দেয় ইঞ্জিনিয়ারকে। সেদিন গভীর রাতে নামিয়ে দিয়ে চলে যায় মধ্যমগ্রাম চৌমাথায়। পরে পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়ে ফ্ল্যাটের ঠিকানা সংক্রান্ত সেরকম কোনও তথ্য দিতে পারেননি ইঞ্জিনিয়ার। স্রেফ মনে ছিল ফ্ল্যাটের কাছাকাছি একটি ‘টাইলস’-এর দোকানের নাম। সেটুকু সম্বল করেই তদন্তে নামে নিউ ব্যারাকপুর থানা, এবং মাত্র দু’দিনের মধ্যে বেরিয়ে পড়ে ফ্ল্যাটের ঠিকানা। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ, তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি দেশী আগ্নেয়াস্ত্র, কয়েক রাউন্ড গুলি, একটি হাতুড়ি এবং ধারালো অস্ত্র, ও একাধিক মোবাইল ফোন এবং ক্রেডিট কার্ড। তদন্ত চলছে।
এলাকার খবর জানাতে ফোন বা WhatsApp করুন 9647180572 নম্বরে। নিচের লিঙ্কে টাচ করে ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়ার WhatasApp গ্রূপে যোগ দিন 👇
খবর পেতে নিচের লিঙ্কে টাচ করে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ও ইউটিউব চ্যানেলটি সাবসক্রাইব করুন 👇