মনসারাম কর, সাংবাদিক, ঘাটাল: লোকসভা ভোটের পর ঘাটালের একের পর এক সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ তৃণমূলের। মনসুকার পর এবার দেওয়ানচক-২ গ্রাম পঞ্চায়েতের চৌকা সমবায় নির্বাচনে মোট ৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘাষফুল শিবির। এ বিষয়ে তৃণমূলের ঘাটাল ব্লকের সহ-সভাপতি বিকাশ কর জানান, এখানকার মোট ভোটার ১৩২৬ জন, নির্বাচনে আসন সংখ্যা ৫৩ টি। গত ৮ জুলাই এবং ৯ জুলাই মনোনয়নপত্র তোলার শেষ তারিখ ছিল, সব আসনেই তৃণমূল মনোনয়ন দাখিল করেছে, কিন্তু বিরোধী শিবিরের কেউ মনোনয়ন দাখিল করেননি। ফলত, সব সআসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। যদিও এবিষয়ে সিপিএম-বিজেপির দাবি এলাকায় শাসক দলের সন্ত্রাসের কারণেই এই অবস্থা। তবে বিরোধীদের দাবি উড়িয়ে বিকাশবাবু বলেন, “নিজেদের ব্যর্থতা ঢাকতেই বিরোধীরা এই মন্তব্য করছেন, লোকসভা ভোটের পর ঘাটাল কার্যত বিরোধীশুণ্য হয়ে পড়েছে, নিচু তলায় তাঁদের কোনো সংগঠন নেই, তাই তাঁরা কী বলল তাতে কিছু যায় আসে না। মনসুকার মত চৌকা সমবায় নির্বাচনে সব আসনেই আমারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি”।
এলাকার খবর জানাতে ফোন বা WhatsApp করুন 9647180572 নম্বরে
নিচের লিঙ্কে টাচ করে ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়ার WhatasApp গ্রূপে যোগ দিন 👇
খবর পেতে নিচের লিঙ্কে টাচ করে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ও ইউটিউব চ্যানেলটি সাবসক্রাইব করুন 👇