বেতনকাঠামো সহ নানান ভোগান্তিতে আই.সি.ডি.এস কর্মীরা, দাবি দিবসে নিজেদের দাবি জানালেন তাঁরা।

মনসারাম কর, সাংবাদিক, ঘাটাল:  বেতনকাঠামো সহ নানান ভোগান্তিতে আই.সি.ডি.এস কর্মীরা, দাবি দিবসে নিজেদের দাবি জানালো তাঁরা।  আজ একাধিক দাবিতে ডেপুটেশন দিলেন আইসিডিএস কর্মী সহায়িকারা। আজ ১০ই জুলাই দাবি দিবস পালিত হয় সারা ভারতবর্ষজুড়ে। দেশের পাশাপাশি আইসিডিএস-এর  ঘাটাল প্রজেক্ট অফিসে দাবি-দাওয়া নিয়ে একটি ডেপুটেশন জমা দেন আইসিডিএস কর্মী ও সহায়িকারা।

তাঁদের দাবি

.প্রত্যেক কর্মী সহায়িকাদের স্থাবি সরকারি পদমর্যাদায় উন্নিত করতে হবে।  কর্মীদের গ্রুপ সি এবং সহায়িকাদের গ্রুপ ডি পদমর্যাদা দিতে হবে.

.কর্মীদের বেতন ন্যূনতম ২৬ হাজার টাকা করতে হবে এবং সেই অনুপাতে সহায়িকা দেরও বেতন দিতে হবে।

.ছয় লক্ষ টাকা গ্রাচুইটি দিতে হবে।

.জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেটে আইসিডিএস এর বরাদ্দ বৃদ্ধি করতে হবে।

. প্রত্যেক কেন্দ্রে খাবারের গুণগত মান পরিকাঠামো সুন্দর করতে হবে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়মিত প্রদান করতে হবে।

.প্রাক প্রাথমিক শিক্ষাকে নতুন শিক্ষানীতির সঙ্গে যুক্ত করা যাবে না।

.প্রতিমাসে অনারিয়াম ডিম সবজির বিল নিয়মিত দিতে হবে।

.প্রতিবছর ইউনিফর্ম দিতে হবে এবং ইউনিফর্মের জন্য টাকা বাড়িয়ে মান উন্নত করতে হবে।

.হাস্যকর জ্বালানি বিল দেওয়া হয় এবং কোনও  গ্যাসের ব্যবস্থা নেই, জ্বালানির সঠিক খরচ প্রদান এবং গ্যাসের ব্যবস্থা করতে হবে।

১০.স্মার্ট ফোন বাবদ কেন্দ্র দুইবার ধরে যে টাকা প্রদান করেছে আমরা পাইনি আমাদের সেই অর্থ দিতে হবে।

১১.বাজারদর অনুযায়ী সমস্ত জিনিসপত্র যাহা কিনতে হয়  সঠিক মূল্য প্রদান করতে হবে।

১২.কর্মীদের দিয়ে কোন বাড়তি কাজ করানো যাবে না।

১৩.পোশান অ্যাপ এর ট্রেনিং সমস্ত কর্মীকে সঠিকভাবে সঠিক সময়ে দিতে হবে।

প্রসঙ্গত, তাঁদের এই দাবি নিয়ে বেশ কিছু প্রাসঙ্গিক প্রশ্ন  উঠে আসে, যেমন নিয়মিত সাম্মানিক প্রাপ্য ভাতা ও ডিম সবজির বিল দিতে সরকার কি ব্যর্থ? ইউনিফর্ম, মোবাইল বিল ও আনুসাঙ্গিক খরচ বাবদ সরকারি ভাবে যে টাকা বরাদ্দ হয় সেই টাকা যায় কোথায়?  রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণামত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত যে নির্দেশিকা জারি করেছে অর্থ দপ্তর তা এই সকল কর্মীদের জন্য লাগু করা হয় না কেন? তবে এই সকল প্রশ্নের মাঝে ভেতরে লুকিয়ে রয়েছে সেন্টারের পরিকাঠামোগত  আরো অনেক প্রশ্ন, কোথাও পানীয় জলের অভাব, কোথাও আবার রান্নার জায়গা নেই, অস্বাস্থ্যকর পরিবেশে চলে রান্না, অনেক জায়গায় ছাউনি ফুটো হয়ে বৃষ্টি পড়ে, প্রশ্ন হল যেখানে গর্ভবতী মা ও শিশুদের জন্য এই প্রজেক্ট সেখানে এই ব্যর্থতা থাকে কিভাবে? 

এলাকার খবর জানাতে ফোন বা WhtasApp করুন 9647180572 নম্বরে 

 নিচের লিঙ্কে টাচ করে ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়ার WhatasApp গ্রূপে যোগ দিন 👇 

Join WhatsApp Group

খবর পেতে নিচের লিঙ্কে টাচ করে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ও ইউটিউব চ্যানেলটি সাবসক্রাইব করুন  👇

Follow Facebook Page

YouTube Link



নবীনতর পূর্বতন