খড়ার পুরসভার ডাম্পিং গ্রাউণ্ড তৈরিতে প্রায় ৩ কোটি ৫০ লক্ষ টাকা বারদ্দ করলো সুডা (স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি), নির্মান কাজ শুরু

মনসারাম কর: সাংবাদিক:ঘাটাল: (মো- ৯৬৪৭১৮০৫৭২):  খড়ার পুরসভা এলাকায় কোনও ডাম্পিং গ্রাউন্ড না  থাকায় ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট কোনও জায়গা ছিল না এতদিন। অস্থায়ী ভাবে আবর্জনার স্তুপ জমে থাকত পুরসভার কয়েকটি জায়গায়। এই নিয়ে ক্ষোভ রয়েছে পুর এলাকার মানুষ ও পথচলতি নিত্যযাত্রীদের মধ্যে। সম্প্রতি নতুন পুরবোর্ডের আমলে  স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড করতে প্রায় সাড়ে তিন কোটি টাকা বরাদ্দ করলো স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি (সুডা)। গত মাসেই সেই নির্দেশিকা এসে পৌঁছেছে খড়ার পুরসভায়। নির্দেশিকা পেতেই তড়িঘড়ি টেন্ডার প্রক্রিয়া শেষ করে ডাম্পিং গ্রাউন্ড তৈরির কাজ শুরু করল পুরসভা। পুরপ্রধান সন্ন্যাসী চরণ দোলই জানান, খড়ার পুরসভার দীর্ঘদিনের সমস্যা ডাম্পিং গ্রাউন্ড। প্রথমে জায়গার সমস্যা ছিল। জেলাস্তর থেকে রাজ্যস্তরে দফায় দফায় দরবার করে সরকারিভাবে জায়গার সমস্যা মিটেছে। পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের খোলামাঠ  লাগোয়া এক একর একটি খাস জায়গা পুরসভার নামে করে দিয়েছে ভূমি দপ্তর। এই জায়গার আশপাশে কোনও বসত বাড়ি নেই। তাই এটাকেই ডাম্পিং গ্রাউন্ড তৈরির জন্য নির্দিষ্ট করা হয়। সন্ন্যাসীবাবু বলেন, জায়গা নির্দিষ্ট করা হলেও রাজ্যস্তর থেকে অর্থ বরাদ্দ না হওয়ায় আটকে ছিল নির্মাণ কাজ। পরে পুরসভার তৎপরতায় বার বার দরবার করে সম্প্রতি প্রায় সাড়ে তিন কোটি টাকা বরাদ্দ করেছে সুডা। সেই বরাদ্দ অর্থের প্রথম ধাপের টাকা আসতেই তড়িঘড়ি নির্মাণ কাজ শুরু করা হয়েছে। পুরসভা কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ডাম্পিং গ্রাউন্ডটি পরিকল্পনা মত মূল রাস্তা থেকে প্রায় সাতশো মিটার দূরে করা হচ্ছে। প্রথমে কানেকটিং রাস্তা তৈরি করা হচ্ছে, তারপর শুরু হবে মূল কাজ। ডাম্পিং গ্রাউন্ডের জন্য নির্দিষ্ট করা জায়গাটি অনেকটা নিচু এলাকায়। বন্যার সময় কার্যত জলে ডুবে যায় ওই স্থান। এ বিষয়ে পুরসভা জানিয়েছে ,বন্যার কথা মাথায় রেখেই ওই জায়গায় ডাম্পিং গ্রাউন্ড তৈরির  ডিপিআর তৈরি হয়েছে।ডিপিআর অনুযায়ী বিগত বন্যার বর্ডার লাইন হিসেব করেই সমতল থেকে অনেকটা উঁচু করে সেটি তৈরি করা হবে। চারিদিক চার দেওয়াল দিয়ে ঘেরা থাকবে। তাই বন্যার সময় ময়লা আবর্জনা ওখান থেকে অন্যত্র ভেসে যাওয়ার সম্ভাবনা নেই বলে জানান পুরপ্রধান সন্ন্যসীবাবু। 

 

প্রসঙ্গত স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড না থাকায় কখনও রাস্তার পাশে আবার কখনও বসত এলাকার পাশাপাশি ফেলা হত পুরসভার ময়লা আবর্জনা। ফলত পুরসভার উপর ক্ষোভ ছিল স্থানীয় মানুষজনের। এই ডাম্পিং গ্রাউন্ড নিয়ে বিগত পুরবোর্ডের তৎকালীন চেয়ারম্যান মৃত উত্তম মুখার্জীও দরবার করেছিলেন প্রশাসনের উপর মহলে। তখনও জমি জটেই আটকে ছিল কাজ। দীর্ঘ জল্পনা কাটিয়ে সম্প্রতি শুরু হয়েছে ডাম্পিং গ্রাউন্ড তৈরির কাজ।




নবীনতর পূর্বতন