মনসারাম কর, এডিটর, ঘাটাল রিপাবলিক টিভি: সোমবার সকালে ঘাটালের ইড়পালায় পাটজমি থেকে উদ্ধার হয় সঞ্জয় করনের মৃতদেহ। মৃতের দাদা সুব্রত করন গতকাল অভিযোগ তোলেন তাঁর ভাইকে খুন করা হয়েছে। সেই ঘটনায় গতরাতে ইড়পালার পরেশ মান্না নামে এক ব্যক্তিকে আটক করলো ঘাটাল থানার পুলিশ। জানাগেছে ধৃত পরেশ মান্নার সাথে সঞ্জয় করনের ঘনিষ্ঠ যোগসূত্র ছিল। তাঁরা উভয়েই একসাথে মদের আসরে বসতো নিয়মিত। ঘটনার দিনেও একই সাথে মদের আসরে তাঁরা ছিলেন বলে খবর। গাছকাটার কাজেও সঞ্জয় ও পরেশ একই মালিকের অধিনে কাজ করতেন। মৃত্যুর রহস্য উদঘাটনের ধৃত পরেশ মান্নাকে জীজ্ঞাসাবাদ করে হচ্ছে। গতকাল মৃতের ময়না তদন্ত হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । আজ মঙ্গলবার মৃতদেহ মেদিনীপুর থেকে জয়বাগের বাড়িতে ফেরার কথা। গতকাল মৃতের দাদা খুনের অভিযোগ তুলে বলেন, ভাই সঞ্জয় করনকে কাউ বা কারা পারিকল্পিতভাবে খুন করেছে। সুব্রতবাবু বলেন, সঞ্জয় মাদকাশক্ত থাকলেও সে এভাবে পাটজমিতে পড়ে স্বাভাবিক ভাবে মরতে পারে না। মৃতদেহ উদ্ধার স্থানে রক্তের নমুনা মিলেছে। এই অস্বাভাবিক মৃত্যুর সরেজমিন তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে নেমে ইড়পালার পরেশ মান্নাকে আটক করা হলো। ছবিটি: মৃত সঞ্জয় করনের। পাটজমিতে এভাবেই মৃত অবস্থায় তিনি পড়েছিলেন।
ঘাটালের ইড়পালায় পাটজমি থেকে দেহ উদ্ধারের ঘটনায় আটক -১, ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে মেদিনীপুরে
byMansaram Kar
-