আজ ধর্মতলায় মমতার সভায় যোগ দিতে জেলার ৬০ শতাংশ কর্মীর ভরসা ট্রেন। পশ্চিম মেদিনীপুর থেকে ধর্মতলার পথে বাস,লরি, ট্রাক ও প্রাইভেট কারের মোট সংখ্যা প্রায় এক হাজার। রাস্তা থেকে সমস্ত বাস তুলে নেওয়ায় ভুক্তভোগী যাত্রীদের প্রতি দুঃখপ্রকাশ করলেন তৃণমূলের জেলা নেতৃত্ব অজিত মাইতি।

মনসারাম কর, সাংবাদিক, পশ্চিম মেদিনীপুর: (মো:- ৯৬৪৭১৮০৫৭২):  তৃণমূলের জেলা নেতৃত্বের হিসেবে পশ্চিম মেদিনীপুরের ২১টি ব্লক ও ৭ টি পুরসভা থেকে প্রায় ৪৮ হাজার তৃণমূল কর্মী সমর্থক ধর্মতলার পথে রওনা দেবেন আজ। পর্যাপ্ত বাসের অভাবে প্রায় ৬০ শতাংশ কর্মী ট্রেনে করে এবং বাকি ৪০ শতাংশ কর্মী  বাস, লরি, ট্রাক ও প্রাইভেট কারের মাধ্যমে ধর্মতলার পথে রওনা দেবেন বলে তৃণমূল সূত্রে খবর। তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি বলেন, এই জেলা থেকে বাস,লরি,ট্রাক ও প্রাইভেট কার মিলিয়ে এক হাজারের বেশি গাড়ি যাবে। পর্যাপ্ত বাসের অভাবে ট্রেন যাত্রাকেই বেছে নিয়েছেন ৬০ শতাংশ কর্মীরা।  তিনি বলেন, যাত্রা শুরু থেকে বাড়ি ফেরা পর্যন্ত দলীয় কর্মীদের সহায়তা করা এবং যে কোনও সমস্যায় নজর থাকবে উপর নেতৃত্বদের।  প্রসঙ্গত, ২১ শে জুলাই এর দু'দিন আগে থেকেই বেশ কিছু দুরপাল্লা বাসকে রাস্তায় নামতে দেখা যায়নি। আজ রাস্তায় যাত্রীবাহী বাস কার্যত শূন্য। এ বিষয়ে তৃণমূলের জেলা নেতৃত্ব অজিত মাইতি বলেন, “কিছু বাস দু-একদিন আগেই তুলে নিয়েছিল রুট থেকে।গতকাল তাদের ফের রাস্তায় নামানো হয়েছে। সাধারণ মানুষ সমস্যায় পড়ুক তা আমরা চাই না। কিন্তু ২১ শে জুলাই তৃণমূলের কাছে বড় আবেগের দিন”।  অজিতবাবু বলেন, “আজ রাস্তায় বের হয়ে বাসের অভাবে যারা সমস্যায় পড়বেন তাঁদের কাছে দলীয়ভাবে ক্ষমাপ্রার্থী।"



নবীনতর পূর্বতন