মনসারাম কর: ঘাটাল মহকুমার প্রতিটি ব্লকে ও পৌরসভা এলাকায় শিল্পের প্রসার ঘটাতে বিশেষ উদ্যোগ নিল মহকুমা প্রশাসন৷ দুয়ারে সরকারের ধাঁচেই এবার ছোট শিল্পদ্যোগীদের কাছে পৌঁছতে 'শিল্পের সমাধানে' ক্যাম্প শরু হল প্রতিটি ব্লকে৷
কিন্তু
কী এই কর্মসূচী?
জানা গিয়েছে
মহকুমার ক্ষুদ্র,
ছোটো ও মাঝারি শিল্পের
উদ্যোক্তাদের আরও উৎসাহ যোগাতে ও সাহায্যের হাত
বাড়িয়ে দিতে বিশেষ কর্মসূচি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার৷ মঙ্গলবার অর্থাৎ ১ অগাস্ট থেকে
শুরু হচ্ছে রাজ্য সরকারের শিল্পের সমাধানে কর্মসূচি। চলবে ১৮ অগাস্ট পর্যন্ত।
স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ দেওয়া থেকে
শুরু করে ছোট, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগী
ব্যক্তিদের ঋণ সহ যাবতীয়
সাহায্য করার জন্যই এই নয়া কর্মসূচি।
ব্যবসায় ঝোঁক থাকা বেকার যুবক, যুবতীদের আর্থিক সাহায্য করা হবে এই শিল্পের সমাধানে
ক্যাম্পে। পাশাপাশি মিলবে ব্যবসায় উন্নতি করার সঠিক পরামর্শ এবং দিশা।
কবে
কোথায় মিলবে পরিষেবা?
এই
কর্মসূচিতে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে আবেদন এবং উদ্যম রেজিস্ট্রেশনে মহকুমার ছোট-বড় সকল ব্যাবসায়ীদের
যুক্ত করার টার্গেট নেওয়া হয়েছে। সরকারি পোর্টালে রেজিস্ট্রেশন করলে সরকারি প্রতিষ্ঠানগুলিতে কোনও মধ্যস্থতাকারী ছাড়াই পণ্য বিক্রয়ের সুযোগ থাকবে। দেশীয় বাজার সহজে ধরতে পারবেন প্রত্যেকে। পাশাপাশি নতুন নতুন পণ্যসামগ্রী সম্পর্কেও ধারণা মিলবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের নতুন আবেদনপত্র জমা হবে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের আবেদনও সংগ্রহ করা হবে। এছাড়াও উৎকর্ষ বাংলাতে নাম তোলানো ও স্কিল ডেভেলপমেন্ট
প্রোগ্রামও থাকছে।
২.
শিবিরগুলিতে কারিগর ও তাঁতিদের তালিকাভুক্ত
করে ভবিষ্যৎ পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা করা হবে।
৩. লোনের জন্য ব্যাঙ্কের প্রতিনিধিদের উপস্থিতিতে আর্থিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।
৪.
অনলাইনে উদ্যম পোর্টালে ইচ্ছুকদের নাম নথিভুক্তকরণ করা হবে।
৫.
হস্তশিল্প সামগ্রীর প্রদর্শন সহ বিক্রয়ের ব্যবস্থা
করা হবে। সব মিলিয়ে ১৫টি
স্টল থাকবে বলে জানা গিয়েছে। লোক
সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের
আয়োজন করা হবে।
৬.
ব্যাবসায় মানবসম্পদের প্রয়োজন হলে তার চাহিদা জানানো যাবে৷
৭.স্বনির্ভর ট্রেনিং নেওয়া যাবে বিনামূল্যে৷
৮.চাকরীর মেলায় অংশগ্রহনের আবেদনপত্র জমা করা যাবে৷
৯.শিক্ষানবিশ হিসেবে কাজ করার আবেদন জমা করার সুযোগ থাকবে
১০. ছোট ছোট শিল্পের জন্য লোনের ব্যবস্থা
১১. বিবিধ
এই
বিষয়ে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, রাজ্য সরকারের এটা একটা বড় উদ্যোগ।
যে কোনও উদ্যোগ নিয়ে স্ব-নির্ভর হতে গেলে উদ্যোক্তাকে বিভিন্ন দপ্তরে ছুটতে হয়। এবার
একই ক্যাম্পে একছাতার তলায় থাকবে সমস্ত দপ্তর। উদ্যোক্তারা একজায় থেকেই তাঁদের যাবতীয়
সমস্যা মিটিয়ি নিতে পারবেন এবং স্ব-নির্ভরতার লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন।