এমরশুমে ঘাটাল মহকুমায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৬ জন এবং ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ১৬ জন। - প্রতিরোধ নিয়ে তৎপর জেলাশাসক

মনসারাম কর, সাংবাদিক, ঘাটাল, মো-৯৬৪৭১৮০৫৭২: চলতি মরশুমে ঘাটাল মহকুমাজুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৬ জন এবং ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন  ১৬ জন। জানা গেছে আক্রান্তরা একসময় চিকিৎসাধীন থাকলেও তাঁরা সকলেই এখন সুস্থ। বুধবার প্রশাসনিক বৈঠকে ঘাটালের ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চান জেলাশাসক খুরসেদ আলি কারদী। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ডেঙ্গু ও ম্যালেরিয়ার মত মশাবাহিত রোগ যে এলাকাগুলিতে ধরা পড়েছে ,সেখানে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করতে বলা হয়েছে। গোটা ঘাটাল মহকুমাজুড়ে ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে পরিদর্শক টিম গঠন করা হয়েছে। মশা দমনে বিশেষ তেল ও ওষুধ প্রয়োগ করা হচ্ছে। ডেঙ্গু ও ম্যালেরিয়া আক্রান্তদের এলাকা পরিদর্শন করে সেখানকার পদক্ষেপ সংক্রান্ত বিষয় আশ্বাসনামক স্বাস্থ্য দপ্তরের বিশেষ পোর্টালে ছবি সহ সেই এলাকার নানান তথ্য আপলোড করা হচ্ছে। এছাড়াও, রোগ প্রতিরোধে প্রচারের মাধ্যমে সাধারণ মানুষদের সচেতন করা হচ্ছে। যদিও গ্রাম গঞ্জে ডেঙ্গু ও ম্যালেরিয়া সংক্রান্ত সচেতনতার অভাব রয়েছে বলে মনে করছেন অনেকে। গতকাল বৃহস্পতিবার ঘাটালের প্রশাসনিক বৈঠকে এসে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন জেলা শাসক, কথা বলেন রোগীদের সাথে। তাঁদের সমস্যা নিয়ে জানতে চান তিনি। এর পরেই একপ্রস্থ আলোচনায় বসেন হাসপাতাল সুপার ডা: সুব্রত দে-এর  সাথে। হাসপাতালের তরফে জেলা শাসকের কাছে কয়েকটি সমস্যার কথা তুলে ধরা হয়। তার মধ্যে রয়েছে পুরানো বিল্ডিং এর সংস্কার। হাসপাতালে ডায়ালিসিস মেশিন, সিটিস্ক্যান মেশিনের প্রয়োজনীয়তা, ব্লাড ব্যাঙ্কের লাইসেন্স সহ নানান বিষয়। জানা গেছে, হাসপাতালের ওই সকল সমস্যাগুলি সমাধানের আশ্বাস দিয়েছেন জেলাশাসক।



নবীনতর পূর্বতন