পশ্চিম মেদিনীপুরের ১০ বুথে পুননির্বাচন আগামী কাল, জানালেন জেলাশাসক। জেনে নিন কোন এলাকার কোন বুথে..

 মনসারাম কর, সাংবাদিক: (৯৬৪৭১৮০৫৭২): পশ্চিম মেদিনীপুরের ১০ বুথে পুননির্বাচন আগামী কাল, জানালেন জেলাশাসক খুরসেদ আলি কাদরী।  শনিবার ভোট গ্রহণের পর আজ রবিবার রাজ্য নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষকের উপস্থিতিতে স্ক্রুটিনি শুরু হয় ব্লকে ব্লকে। স্ক্রুটিনির জন্য পর্যবেক্ষক বেছে নেন প্রত্যেক এলাকার বেশ কয়েকটি করে বুথ। খতিয়ে দেখা হয় সংশ্লিষ্ট বুথের সমস্ত কাগজ পত্র, সিসিটিভি ক্যামেরা। প্রত্যেক ব্লকে যা এভারেজ ভোট পড়েছে তার ১৫ শতাংশের বেশি এবং ১৫ শতাংশের কম ভোট পড়া কয়েকটি বুথকে চিহ্নিত করা হয় স্ক্রুটিনির জন্য। এছাড়াও যে বুথ গুলির ক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছে বুথ জ্যাম, ছাপ্পা ভোট সহ নানান অভিযোগ জমা পড়েছে সেই বুথ গুলিকেও স্ক্রুটিনিতে রাখা হয় বিশেষ পর্যবেক্ষকের তরফে। সব শেষে সারা জেলার ১০ টি বুথে পুননির্বাচন হবে বলে জানান পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক খুরসেদ আলি কাদরী। বুথ গুলির তালিকা নিচে। 

১) গড়বেতা ১ ব্লকের কাস্থগুড়া প্রাথমিক বিদ্যালয় (বুথ নম্বর ১৩১)

২) নারায়নগড় ব্লকের কাঠালিয়া প্রাথমিক বিদ্যালয় (বুথ নম্বর ৭১)

৩) নারায়নগড় ব্লকের গুরদলা প্রাথমিক বিদ্যালয় – রুম -২ (বুথ নম্বর ২৬১)

৪) নারায়নগড় ব্লকের শিতাংশু বালিকা বিদ্যালয় (বুথ নম্বর ২৬২)

৫)মোহনপুর ব্লকের নারগোদা প্রাথমিক বিদ্যালয় (বুথ নম্বর ৪)

৬) মোহনপুর ব্লকের রামপুরা প্রাথমিক বিদ্যালয়, রুম - ১ (বুথ নম্বর ৫৫)

৭) মোহনপুর ব্লকের রামপুরা প্রাথমিক বিদ্যালয়, রুম - ২ (বুথ নম্বর ৫৬)

৮) মেদিনীপুর সদর ব্লকের উদয়পুর প্রাথমিক বিদ্যালয় (বুথ নম্বর ৯৫)

৯) সবং ব্লকের কানাইশোল প্রাথমিক বিদ্যালয় (বুথ নম্বর ৫১)

১০) সবং ব্লকের আন্দুলিয়াভর্মা প্রাথমিক বিদ্যালয় (বুথ নম্বর ১০৪)



নবীনতর পূর্বতন