মনসারাম কর, সাংবাদিক, ঘাটাল: আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় অংশ নিয়ে এ রাজ্য থেকে সাফল্যের পদক পেল ঘাটালের অদ্রিজা দে এবং সৌমি পাল। সৌমি পেয়েছে একটি রুপার পদক এবং দুটি ব্রোঞ্জ পদক। অপরদিকে,অদ্রিজা দুটি রুপার পদক পেয়েছে। উভয়ের বাড়ি ঘাটালের ১৭ নম্বর ওয়ার্ডের কুশপাতায়। গত ৩১ মার্চ এই প্রতিযোগিতা হয় মুম্বাইয়ে। তাতে অংশ নেয় এই দুই ছাত্রী।আর সেখানেই এই সাফল্য। অদ্রিজা বর্তমানে ঘাটাল বসন্তকুমারী গার্লস হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী এবং সৌমি ঘাটাল যোগদা সৎসঙ্গ শ্রীযুক্তেশ্বর বিদ্যাপীঠ হাইস্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী। উভয়ের সাফল্যে খুশি দুই পরিবার এবং প্রশিক্ষক সহ এলাকার মানুষজন। উভয়েই বর্তমানে হুগলির যোগা প্রশিক্ষক গৌরাঙ্গ সরকারের কাছে প্রশিক্ষণ নেয় বলে জানা গেছে। ছাত্রীদের সাফল্যে খুশি প্রশিক্ষক গৌরাঙ্গবাবুও। পরিবার সূত্রে জানা গেছে, সৌমি পাল প্রথম যোগাসন শিক্ষা শুরু করেছিল প্রশিক্ষক সুনীল দত্তের কাছে। লকডাউনের সময়ে প্রশিক্ষক হিসেবে পাশে থেকেছেন প্রশিক্ষক অশোক দালাল। তখনই ভিয়েতনামের এক প্রতিযোগিতায় সৌমী পাল এবং অদ্রিজা দে অংশগ্রহণ করেছিল। পরে গৌরাঙ্গবাবুই প্রশিক্ষক হিসেবে উভয়কেই প্রশিক্ষণ দিয়ে আসছেন। উভয় পরিবারের ইচ্ছে আগামী দিনে ইচ্ছে শক্তিকে হাতিয়ার করে এগিয়ে যাবে তাঁদের মেয়ে। অদ্রিজার পিতার নাম জয়েন্দ্র দে এবং সৌমির পিতার নাম সৌমেন্দু পাল।