এপ্রিলের শেষে ঈদের পরেই পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি হতে পারে, পশ্চিম মেদিনীপুরের ২৯৫ জন অফিসারকে ভোট পরিচালনার বিশেষ পদে নিযুক্ত করলো রাজ্য নির্বাচন কমিশন

মনসারাম কর, সাংবাদিক, ঘাটাল: (মো: ৯৬৪৭১৮০৫৭২): পশ্চিম মেদিনীপুর জেলার ২৯৫ জন অফিসারকে ভোট পরিচালনার বিশেষ কাজে নিযুক্ত করলো রাজ্য নির্বাচন কমিশন। জেলাস্তর থেকে শুরু করে ব্লক স্তরে বিভিন্ন পদে কর্মরত পদস্থ সরকারি আধিকারিক ও সাব-অর্ডিনেট অফিসারদের নির্বাচন পরিচালনার কাজে নিযুক্ত করা হয়েছে। গত ৩০ মার্চ রাজ্য নির্বাচন কমিশনের তরফে এক নির্দেশিকায় জেলাশাসককে জানিয়ে দেওয়া হয়েছে কোন কোন পদস্থ অফিসারদের কী কী দায়িত্ব দেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী,জেলার মোট ২৯৫ জন অফিসারকে অ্যাসিস্ট্যান্ট পঞ্চায়েত ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার (APERO)  এবং  অ্যাসিস্ট্যান্ট পঞ্চায়েত রিটার্নিং অফিসার(APRO) পদে নিযুক্ত করা  হয়েছে। জানা গেছে, পঞ্চায়েত ভোট পরিচালনার নানান বিষয় দেখভালের দায়িত্বে থাকেন এই সকল দায়িত্বপ্রাপ্ত অফিসাররা এবং এনাদের তত্ত্বাবধানেই মূলত পরিচালিত হয়ে থাকে নির্বাচনের যাবতীয় কাজ। নিয়ম অনুযায়ী, ভোটের কাজে সরকারি অফিসার ও কর্মীরা নির্বাচন কমিশনের অধীনে চলে যান। সেই নিয়মেই জেলার ২৯৫ জন অফিসারকে বিশেষ পদে নিযুক্ত করলো রাজ্য নির্বাচন কমিশন। প্রসঙ্গত, প্রশাসনিক ও রাজনৈতিক  মহলের মতে ঈদের পরেই ঘোষণা হতে পারে পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট। নির্দেশিকা অনুযায়ী সেই পথেই এগোচ্ছে নির্বাচন কমিশন। অপরদিকে, এপ্রিলের শেষেই যে নির্বাচন ঘোষণা হতে চলেছে সে বিষয়ে কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলি। তলে তলে সেই প্রস্তুতি শুরু করেছে প্রত্যেক রাজনৈতিক দল। সংগঠন ঢেলে সাজানো থেকে শুরু করে যাবতীয় কর্মসূচীতে জোর দিয়েছে রাজনৈতিক মহল।



নবীনতর পূর্বতন