ফসলের ন্যায্য মূল্যের দাবিতে আলু-লঙ্কা-বেগুনের মালা পরে পথে বসলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট

বৃন্দাবন কাঁঠাল, ঘাটাল: আলুর মালা পরে ঘাটাল শহরে বিজেপির মিছিল ও রাজ্যসড়ক অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের। আলু-লঙ্কা-বেগুনের মালা পরে পথে বসতে দেখা যায় ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটকেও। বুধবার ঘাটাল কৃষি দপ্তরে বিজেপির একটি ডেপুটেশন ছিল। এদিন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের নেতৃত্বে শহরে একটি মিছিল হয়। পরে  ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করে বিজেপি নেতা-কর্মীরা।

         কিছুক্ষণ অবরোধ চলার পর ঘাটাল ব্লক সহ কৃষি অধিকর্তার দপ্তরে ডেপুটেশন দেয় বিজেপির কিষাণ মোর্চা।  আলু সহ অন্যান্য ফসলের ন্যায্য মূল্যের দাবিতেই এই ডেপুটেশন বলে জানা গেছে। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আগে একাধিক ইস্যু নিয়ে প্রশাসন ও শাসক দলকে নিশানা করেছে বিজেপি। সেই লক্ষ্যেই ঘাটাল মহকুমা জুড়ে লাগাতার বিজেপির কর্মসূচী চলবে বলে দাবি বিজেপি নেতৃত্বের।


এই খবরের ভিডিওটি দেখতে এই লাইনটির উপর টাচ করুন

নবীনতর পূর্বতন