খড়ার পুসভার ফেলা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ পথযাত্রীরা

শ্যামল কুমার রং, সাংবাদিক, ঘাটাল:  জনবহুল রাস্তার পাশেই ফেলা হয় খড়ার পুরসভার নোংরা আবর্জনা ঘাটাল-খড়ার রাস্তার দলপতিপুর সংলগ্ন রাজ্য সড়কের পাশে এভাবেই স্তুপাকারে ফেলা হয় পুরসভার আবর্জনা আবর্জনার দুর্গন্ধের ঝাঁজে পথযাত্রীরা দিনে দুপুরে সুকৌশলে  নিয়মিত এই আবর্জনা স্তূপে আগুন লাগিয়ে দেয়ার ব্যবস্থাও রয়েছে।   ভস্মীভূত আবর্জনার স্তুপ থেকে ক্ষতিকারক বিষ নির্গত ধোঁয়া ব্যপক ক্ষতি করছে পথচলতি মানুষ থেকে শুরু করে এলাকাবাসীর। এই নিয়ে খড়ার পুরবোর্ডের ভূমীকা কার্যত প্রশ্নের মুখে। এই নিয়ে বিরোধী দল কটাক্ষ করতে ছাড়েনি বর্তমান পুরবোর্ডকে ঘাটালের বিধায়ক শীতল কপাট জানান নতুন পুরবোর্ড এলাকার মানুষকে স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড তৈরির প্রতিশ্রুতি দিলেও তা রুপায়ণ করতে ব্যার্থ যদিও এ বিষয়ে বর্তমান পুরবোর্ডের চেয়ারম্যান সন্নাসী দোলই বলেন নতুন ডাম্পিং গ্রাউন্ড তৈরির জন্য জায়গা ঠিক হলেও অর্থ বরাদ্দ না হওয়াই এই সমস্যা।   যদিও চেয়ারম্যান এই নোংরা আবর্জনা অন্যত্র সরিয়ে দেওয়ার কথা বললেও তার কোনও পরিবর্তন দেখা যায়নি এখনও। পুরসভার এই ভূমীকার বেজায় চটে আছেন নিত্যযাত্রীরা।  


 

নবীনতর পূর্বতন