পাপিয়া বন্দ্যোপাধ্যায়,
সাংবাদিক, ঘাটাল: প্যান কার্ডের সাথে আধার লিংক করতে বর্তমানে খরচ হচ্ছে প্রায়
১১০০ টাকা। আর তা বহন করতে হিমসিম খাচ্ছেন আমজনতা। এই নিয়ে খেটে খাওয়া মানুষের
মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। কেন্দ্রের নয়া নির্দেশিকা অনুযায়ী আগে যাঁরা প্যান
কার্ডের সাথে আধার লিংক করেননি তাঁদের এখন লিংক করতে এক হাজার টাকা জরিমানা গুনতে
হচ্ছে।
আবার ৩১ মার্চের পর সেই জরিমানার হয়ে দাঁড়াতে পারে পাঁচ হাজার টাকা। প্যান
কার্ডের সাথে আধার লিংক করা বাধ্যতামূলক করেছে কেন্দ্র। তা না করলে আগামী দিনে
নিষ্ক্রিয় হয়ে যেতে পারে প্যান কার্ড। আর প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে
ব্যাঙ্কের লেনদেনের সমস্যায় পড়তে হতে পারে লিংক না করা গ্রাহকদের। বর্তমান সময়ে
প্রায় প্রত্যেকেরই প্যান কার্ড রয়েছে, রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। একসময় কেন্দ্রের
নির্দেশিকা অনুযায়ী অনেকে ফ্রিতে অনলাইনে প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করে
নিয়েছেন।
কিন্তু সেই সময় আধার লিংক করাননি বা জানেন না এমন ব্যক্তির সংখ্যা অনেক।
তার মধ্যে খেটে-খাওয়া দরিদ্র মানুষজননের সংখ্যাই বেশি। তাই সেই লিংক করাতে গিয়ে
ফাঁপরে পড়েছেন তাঁরা। গাঁটের টাকা খরচে কপালে ভাঁজ পড়ছে দরিদ্রদের। কেন্দ্রের
নির্ধারিত জরিমানা ছাড় দেওয়ার দাবি তুলেছেন অনেকে। অনেকের দাবি ফ্রিতে আরও একবার
আধার লিংক করার সুযোগ দেওয়া হোক সাধারণ দরিদ্র মানুষদের।
Tags
পশ্চিমবঙ্গ