মানিকে মাগে হিঠে’ গানে ঝড় তুললেন মিঠাই-অপু

মানিকে মাগে হিঠে'(Manike Mage Hithe) গেয়ে আট কোটি শ্রোতার মন জয় করেছেন শ্রীলঙ্কার পপ তারকা ইয়োহানি ডি’ সিলভা।


শ্রীলঙ্কার ওই ভাইরাল গানের সুরে নেচে উঠেছে গোটা বিশ্ব। বাদ পড়েননি স্বয়ং অমিতাভ বচ্চনও। এবার এই গানে মজেছেন ‘অপরাজিতা অপু’-র সুস্মিতা দে ও ‘মিঠাই’ ধারাবাহিকের সৌমিতৃষা কুন্ডু। রাস্তাতেই 'মানিকে মাগে হিঠে' গানে অভিনয় করলেন এই দুই অভিনেত্রী। তারপর গাড়িতে একসঙ্গে চলল খাওয়া-দাওয়া সেই মুহূর্ত শেয়ার করলেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। এই গানের দু'জনের এই রিল ভিডিয়োটি অবশ্য শেয়ার করেছেন অভিনেত্রী সুস্মিতা দে।

বাংলা টেলিভিশনের দুটি টপ টু শো হল ‘মিঠাই’ ও ‘অপরাজিতা অপু’। সারাক্ষণ তাঁদের মধ্যে চলছে টিআরপির হাড্ডাহাড্ডি লড়াই। ধারাবাহিকভাবে এক নম্বরে ‘মিঠাই’ ও দুই নম্বরে রয়েছে ‘অপরাজিতা অপু’। তাই বলে এই দুই ধারাবাহিকের নায়িকাদের মধ্যে নেই কোনও প্রতিযোগিতা। তাঁরা যে একে অপরের সঙ্গে দারুণ জমাটি একটি বন্ধুত্ব শেয়ার করেন, তারই প্রমাণ পাওয়া গেল 'মানিকে মাগে হিঠে'-গানের এই রিল ভিডিয়োতে।

এতদিন তাঁদের দেখা যেত আলাদা আলাদা ধারাবাহিকে। শোনা যাচ্ছে খুব শীঘ্রই তাঁদের দেখা যেত পারে টিভির পর্দায়। মহালয়ার অনুষ্ঠানে দুর্গার নানা রূপে দেখা যেতে পারে সুস্মিতা এবং সৌমিতৃষাকে। সম্ভবত তাঁর শ্যুটিং-এ ছিলেন এই দুই অভিনেত্রী। তাই দেখা হওয়ার পর সেই সুযোগ আর হাত ছাড়া করতে চাননি তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং গানে গা ভাসালেন তাঁরাও। এমনিতেই সৌমিতৃষা, মানে সকলের প্রিয় মিঠাইকে ‘রিল কুইন’ বলেই ডাকা হয়। শ্যুটিং-এ ফাঁক পেলেই সোমিতৃষাকে দেখা যায় নানা ধরনের রিল বানাতে, সুস্মিতাও পিছিয়ে নেই তাঁকেও বিভিন্ন সময় দেখা গিয়েছে রিল বানাতে। এই গানটি প্রসঙ্গে গায়িকা ইমন চক্রবর্তী জানিয়েছেন, গানটি অত্যন্ত 'রিফ্রেশিং'।

এই কঠিন সময়ে এই গানের সুর সাধারণ মানুষকে মাতিয়ে রেখেছে। গানটি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার পাশাপাশি এই গানের সুরে বুঁদ টলি সেলেবরাও। গানটি নিয়ে ইনস্টাগ্রাম রিল তৈরি করছে ঐন্দ্রিলা সেন, নীল ভট্টাচার্য, মধুমিতা সরকারের মতো সেলিব্রিটিরা। প্রসঙ্গত 'মানিকে মাগে হিঠে'-র আগে শেষবারের মতো ভাইরাল হয়ে মুখে মুখে ঘুরেছিল আরেকটি গান ধনুষের 'হোয়াই দিস কোলাবেরি ডি'। 'মানিকে মাগে হিঠে'(Manike Mage Hithe) গানটি গত সপ্তাহ পর্যন্ত ৬০ মিলিয়ন Views পেয়েছে। ইতিমধ্যেই এই গানটির সঙ্গে 'তোমায় হৃদমাঝারে রাখব', 'তোমার ঘরে বসত করে কয়জনা', 'লাল পাহাড়ির দেশে যা' সহ বাংলা ফোক গান মিলিয়ে সাধারণ মানুষের জয় করার চেষ্টা করছেন এখানকার শিল্পীরা

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

নবীনতর পূর্বতন