শহরে ডেঙ্গু নিয়ে স'চেতনতা বৃদ্ধিতে ও বিভিন্ন স্থানে মশার লার্ভা ধ্বংস করতে রাজ্যের পুর ও নগর উ'ন্নয়ন দফতরের অধীন কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরটি তিনটি ভ্রাম্যমান গাড়ি চা'লু করলো। আজ সল্টলেকে নগরায়ণ ভবনের সা'মনে ভ্রাম্যমাণ গাড়িগুলির উদ্বোধন করেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি ব'লেন, পুরসভার পাশাপাশি কেএমডিএ শহরে ডেঙ্গু নিয়ন্ত্রনে কাজ করবে। বিভিন্ন আবাসন, বাজার সহ শ'হরের বিভিন্ন জায়গায় এই গাড়ি গুলি থেকে ব্লিচিং পাউডার, লার্ভিসাইট স্প্রে করা হ'বে। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা ও চেতলা এ'লাকায় এই গাড়িগুলি ঘু'রবে। এর পাশাপাশি শহরের কোথাও অনেক দিন ধ'রে জল জমে থাকলে বা আবর্জনা পড়ে থাকলে তা জরুরী ভিত্তিতে সাফাই করার জন্য তিনটি কুইক রেসপন্স টি'ম গঠন করা হয়েছে বলেও ফিরহাদ হাকিম জানান। তিনি ব'লেন, অন্যান্য বছরের তুলনায় এই বছরে শহরে ডেঙ্গু প'রিস্থিতি অনেকটাই ভালো।
(সৈ:ABSK)
Tags
রাজনীতি