বিজেপির খাসতালুকেই বিজেপির বুথ সভাপতির আচার ব্যবহারে ক্ষুব্ধ পকেট ভোটার, সাধারণ মানুষ এবং দলীয় কর্মীদের একাংশ, রয়েছে একাধিক অভিযোগ

বিজেপির বুথ সভাপতির আচার ব্যবহারে আর মাতব্বরিতে ক্ষুব্ধ পকেট ভোটার থেকে শুরু করে সাধারণ মানুষজন এবং দলীয় সমর্থকদের একটা বড় অংশ। গ্রামের বিভিন্ন স্তরের মানুষের সাথে ঝগড়া দ্বন্দ্বে জনসংযোগ তলানিতে। বিজেপির খাসতালুক ঘাটালের সুলতানপুর অঞ্চলের এক বুথ সভাপতিকে চাইছেন না দলেরই একাংশ এবং গ্রামের মানুষজন। দলীয় কর্মীদের সাথেও দ্বন্দ্ব। এমন বুথ সভাপতিকে দল থেকে বহিস্কার করার দাবি রয়েছে অনেকের। এলাকায় নানান মাতব্বরিতে সাধারণ ভোটাররাও বেজায় বিরক্তিতে। তাঁর বিরুদ্ধে অভিযোগের তালিকা দিন দিন লম্বা হচ্ছে। অভিযোগের মধ্যে রয়েছে রাতে মদ্যপ অবস্থায় দাদাগিরি, শাসক দলের সক্রিয় নেতাকর্মীদের সাথে ঘনিষ্টতা, গ্রামের নানান স্তরের মানুষের সাথে বিতর্কে জড়ানো  সহ নানান অভিযোগ। তাই দলেরই একাংশ ওই বুথ সভাপতিকে দল থেকে বহিষ্কার করার দাবি তুলেছেন। জানা গিয়েছে ২০১৯ এর লোকসাভা ভোটের পর তার মাতব্বরি একাকায় সমালোচনার ঝড় তুলেছিল, ২০২১ এর বিধানসভা ভোটে বিজেপির ফল খারাপ হওয়ার পর তাকে দলের কাজে আর দেখা যায়নি, কিন্তু  পঞ্চায়েত ভোটের পর ফের তার মাতব্বরিতে দলীয় কর্মীরা দল থেকে ক্রমশ বিমুখ হচ্ছে। বিষয়টা দলের উপরতলার নজরে রয়েছে বলে জানা গিয়েছে। নাম সহ বিস্তারিত আরো আপডেট পরে জানানো হবে। 




নবীনতর পূর্বতন