ঘাটালে বকেয়া ৪২ কোটি, বিডিও-র দুয়ারে গিয়ে টাকার দাবি ঠিকাদারদের

মনসারাম কর, ঘাটাল:  ৪২ কোটি টাকা বকেয়া। চার বছর ধরে বকেয়া রয়েছে ৪২ কোটি।  ঘাটাল পঞ্চায়েত সমিতি এবং ঘাটাল ব্লক এলাকার ১২ টি গ্রাম পাঞ্চায়েত জুড়ে একশো দিনের কাজের মেটেরিয়াল বিল বাবদ প্রায় ৯০ জন ঠিকাদারের মোট বকেয়া বিল ৪২ কোটি টাকা। সেই টাকা চেয়ে এবার বিডিওর কাছে বিক্ষোভ ডেপুটেশন দিল ঠিকাদার সংগঠন। তাঁদের দাবি ২০২০ সাল থেকে বকেয়া রয়েছে টাকা। একশো দিনের কাজের আওতায় ঘাটাল পঞ্চায়েত সমিতি তথা ১২ টি গ্রাম পঞ্চায়েত জুড়ে কংক্রিটের যে কাজ তাঁদের বরাত দেওয়া হয়েছিল সেই টাকা তাঁরা পাননি। সকল ঠিকাদারের পাওয়া টাকার মোট পরিমান প্রায় ৪২ কোটি টাকা। মূলত মেটেরিয়াল সাপ্লাই বাবদ এই টাকা তাঁরা এখনো পাননি।  কেন্দ্র রাজ্য তরজায় এরাজ্যে একশো দিনের কাজ বরাদ্দ বন্ধ, বকেয়া টাকাও মেলেনি। তারই মাঝে ভোটের সময় জব কার্ড হোল্ডারদের পারিশ্রমিকের টাকা রাজ্যের তহবিল থেকেই দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। ভোটের আগে তা পেয়েও গেছেন শ্রমিকরা।  শ্রমিকদের টাকা রাজ্য তহবিল থেকে দেওয়ার ব্যবস্থা করলেই ঠিকাদারদের বকেয়া টাকা নিয়ে কোনো শব্দ খরচ করেননি মুখ্যমন্ত্রী। অপরদিকে কেন্দ্র থেকেও টাকা আসার দরজা এখনও খুলেনি। এই জটে বকেয়া বিল নিয়ে দুশ্চিন্তায়  ঠিকাদাররা। তাই বিডিওর দুয়ারে গিয়ে বিক্ষোভ ডেপুটেশন দিয়েছেন তাঁরা। ঘাটালের বিডিও জানিয়েছেনআমাদের কাছে ফান্ড এলে এই বকেয়া থাকতো না, ওনারা যে দাবিপত্র দিয়েছেন তা  হায়ার অথরিটিকে জানানো হয়েছে, বকেয়া বিল নিয়ে আগেই রিপোর্ট পাঠানো রয়েছে, ফান্ড না এলে বিডিও লেভেল থেকে করণীয় কিছু নেই”।  বকেয়া পাওনা টাকা নিয়ে মহম্মদ আরিফ নামে এক ঠিকাদার বললেন”চার বছর ধরে বিল ককেয়া, দেনার দায়ে অনেকেই মানসিক সমস্যায় ভুগছেন। তাই বিডিও-র কাছে গিয়ে সকলে মিলে টাকার দাবি জানানো হয়েছে। শ্রমিকরা টাকা পেয়ে গেলেও ঠিকাদারদের মেটেরিয়াল বিল নিয়ে কেউ ভাবছেন না। এর সুরাহা করা হোক”। প্রসঙ্গত, কতদিনে এই জট কাটবে? রাজনীতির কাদা ছোঁড়াছুড়িতে এভাবেই কি একশো দিনের কাজ বকেয়া পাওনা কড়ি আর কতদিন বন্ধ থাকবে? শ্রমিকদের মতে রাজ্য সরকার কি এই মেটেরিয়াল বকেয়া টাকা মেটানোর পথে হাঁটবে নাকি এভাবেই  বিপুল পরিমান টাকা দেনার দায়ে ঝুলে থাকবেন ঠিকাদাররা? উঠছে প্রশ্ন।

এলাকার খবর আমাদের সরাসরি জানাতে ফোন বা WhatsApp করুন 9647180572 নম্বরে। নিচের লিঙ্কে টাচ করে ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়ার WhatasApp গ্রূপে যোগ দিন 👇 

Join WhataApp Group




নবীনতর পূর্বতন