মুখ্যমন্ত্রীর নির্দেশকে তোয়াক্কা নেই ঘাটাল পুরসভার, বেআইনি দখল উচ্ছেদে ঢিলেমি

 মনসারাম কর: রাস্তার ফুটপাত দখলমুক্ত করতে গত ২৪ জুন রাজ্যের সমস্ত পুরসভাকে কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশের প্রায় দুমাস কেটে গেলেও ফুটপাত দখলমুক্ত করতে চরম ঢিলেমি ঘাটাল পুরসভার। উপরন্তু দিন দিন বাড়ছে ফুটপাত দখল, অস্থায়ী কাঠামো। রাজ্যের অন্যান্য পুরসভাগুলি যখন মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই ফুটপাত দখলমুক্ত করতে তড়িঘড়ি অভিযানে নামতে দেখা গিয়েছিল তখন নির্দেশের প্রায় দুমাস পরেও ঘাটাল শহরের ফুটপাত দখল মুক্ত করতে কোনো উদ্যোগ নেই পুরসভা কর্তৃপক্ষের। জুন মাসের শেষে ফুটপাত দখলমুক্ত করতে একমাস সময়সীমা বেঁধে দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। প্রয়োজনে “হকার জোন” তৈরির কথাও বলেছিলেন। কিন্তু নির্দেশের প্রায় দুমাস কেটে গেলেও মুখ্যমন্ত্রীর নির্দেশকে তোয়াক্কা নেই ঘাটাল পুরসভার। এই ঢিলেমির পিছনে কোন তত্ত্ব লুকিয়ে রয়েছে সেই প্রশ্ন ক্রমশ জোরালো হচ্ছে। ঘাটাল শহরের প্রধান রাস্তার ঘড়ি টাওয়ার সংলগ্ন কলেজমোড় সহ হাসপাতালের সামনের রাস্তা একেবারে বেদখল, দখলদারি ক্রমশ বাড়ছে। বাড়ছে অস্থায়ী কাঠামোর সংখ্যা। এই নিয়ে ঘাটাল পুরসভার চেয়্যারম্যান তুহিনকান্তি বেরা বলেন খুব শীগ্রই ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হবে। পুরসভা কর্তৃপক্ষ, পূর্ত দপ্তর এবং পুলিশ প্রশাসন একযোগে দখলমুক্ত করতে অভিযান চলবে। কিন্তু মুখ্যমন্ত্রীর বেঁধে দেওয়া সময়সীমা অতিক্রান্ত হয়ে গেলেও সেই নির্দেশ কার্যকর করতে পুরসভার কেন এত ঢিলেমি তার কারণ নিয়ে নানান চর্চা শুরু হয়েছে ঘাটাল শহরের বিভিন্ন মহলে।

 এলাকার খবর আমাদের সরাসরি জানাতে ফোন বা WhatsApp করুন 9647180572 নম্বরে। নিচের লিঙ্কে টাচ করে ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়ার WhatasApp গ্রূপে যোগ দিন 👇 

Join WhataApp Group

আরও খবর পেতে নিচের লিঙ্কে টাচ করে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ও ইউটিউব চ্যানেলটি সাবসক্রাইব করুন 👇

Follow our Facebook Page

Subscribe YouTube Channel




নবীনতর পূর্বতন