প্রয়াত হলেন দাসপুরের প্রাক্তন সিপিএম বিধায়ক ও জননেতা মাস্টারমশাই চিত্ত মুখার্জী

মনসারাম কর, প্রতিনিধি, ঘাটাল: বয়স হয়েছিল ৯৪ বছর,  গতরাতে প্রাণ হারালেন দাসপুরের প্রাক্তন সিপিএম বিধায়ক তথা অবসরপ্রাপ্ত শিক্ষক চিত্ত মুখার্জী। বয়সের ভারে শেষ কয়েক মাস ডাক্তারি তত্বাবধানে বাড়িতেই বিছানা সজ্জা ছিলেন তিনি, রাত ১২ টা নাগাদ প্রাণ হারান তিনি। সিপিএমের দাসপুর গোপীগঞ্জ এরিয়া কমিটির সম্পাদক ও জেলা কমিটির সদস্য রণজিৎ পাল বলেন, কর্মজীবনে তিনি ছিলেন জননেতা, মানুষের কাজে নানান অবদান ছিল তাঁর, শিক্ষকতার পাশাপাশি তিনি মানুষের জন্য কাজ করে গেছেন। অবিভক্ত মেদিনীপুরে ১৯৭৮ এ জেলা পরিষদের নির্বাচিত সদস্য, কয়েক দশক ধরে জেলার একাধিক দলীয় পদ দক্ষতার সাথে পালন করেছেন। ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত বিধায়ক থাকাকালীন তাঁর জনদরদী কাজের ফলক তাঁকে মানুষের মনে মানুষের মনে বাঁচিয়ে রাখবে আজীবন। বাড়ি শিবরাতে। জানা যায় বর্তমানে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার মধ্যে সিপিএমের একমাত্র প্রবীণ নেতা ছিলেন চিত্তবাবু, অনেকের কাছে তিনি মাস্টারমশাই হিসেবেই পরিচিত। আজ তাঁর মৃতদেহ সৎকার্যের আগে দলীয়ভাবে তাঁকে শ্রদ্ধা জানানো হবে বলে জানা গিয়েছে।



নবীনতর পূর্বতন