কলমে: মনসারাম ও পাপিয়া: (মো: 9647180572) পরিবেশ রক্ষা এবং সৌন্দর্যায়নে আজ থেকেই বৃক্ষরোপন কর্মসূচি শুরু করলো উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচারস ওয়েলফেয়ার এসোসিয়েশন। একমাসে মোট ৫ হাজার চারাগাছ রোপনের উদ্যোগ নিয়েছে এই সংগঠন। গাছ লাগানো হবে ঘাটাল তল্লাটের বিভিন্ন জায়গায়। বিদ্যালয়গুলি চাইলে সেই চত্বরেও গাছ লাগিয়ে দেবে সংগঠন। সহযোগিতায় ঘাটাল মহকুমা কুমার প্রশাসন ও ঘাটাল পঞ্চায়েত সমিতি। আজ রথযাত্রার পূণ্যলগ্নে ঘাটালের ইকো ট্যুরিজম পার্কে এই এসোসিয়েশনের তরফে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন সংস্থার কর্মকর্তারা। পার্কে লাগানো হয় পলাশ,ঝাউ, দেবদারু ও নানান ফুলের গাছ l সংগঠনের মেম্বার গৌতম জানা বলেন, গত বছর ১৭৩০ টি গাছ লাগানো হয়েছিল, এই বছর ৫ হাজার গাছ লাগানো হবে। লাগানোর পরে সেগুলিকে নজর দেওয়া হবে। গাছ গুলিকে বড় করে তোলা মূল লক্ষ্য। আজ শুরু হলো এই কর্মসূচি, শেষ হবে ২৮ জুলাই রক্তদান শিবিরের মাধ্যমে। রক্ত দাতাদের হাতেও চারাগাছ তুলে দেওয়া হবে। এই চারাগাছ দানে সহযোগিতায় রয়েছেন ঘাটাল পঞ্চায়েত সমিতি ও মহকুমা শাসক সুমন বিশ্বাস, এছাড়াও সংগঠনের তহবিলের টাকায় এই কর্মসূচি বলে গৌতমবাবু জানান এই কর্মসূচীর সূচনা লগ্নে আজ উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ কর, ঘাটাল বিডিওর প্রতিনিধি হিসেবে বড়বাবু দীপক পাল ও সংগঠনের সদস্যরা।
রথযাত্রার শুভদিনে ঘাটালের পরিবেশ রক্ষা ও সৌন্দর্যায়নে উস্থি-র বৃক্ষ রোপন শুরু
byMansaram Kar
-