মনসারাম কর, সাংবাদিক, ঘাটাল: ঘাটাল মাস্টার প্ল্যানের অর্থ বরাদ্দ না হওয়ায় আজ ঘাটালে বিক্ষোভে সামিল হচ্ছে সংগ্রাম কিমিটি। কিছুক্ষণ পরেই বরদা চৌকান থেকে বিক্ষোভ মিছিল ও পদযাত্রা শুরু হবে। আনুমানিক বেলা ১২ টায়পদযাত্রা ঘড়ি মোড়ে পৌঁছাবে। ওই সময় কলেজ বাসস্ট্যান্ডে,কেন্দ্রীয় বাজেটের প্রতিলিপি পোড়ানো হবে জানিয়ে দিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ন সংগ্রাম কমিটি। ২০২৪ সালের কেন্দ্রীয় পূর্নাঙ্গ বাজেটেও বহু প্রতিক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানে কোনও টাকা বরাদ্দ না হওয়ায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় কুড়ি লক্ষ বানভাসিদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এরই প্রতিবাদে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ন সংগ্রাম কমিটির পক্ষ থেকে আগামী ২৫ জুলাই ঘাটালের বরদা চৌকান থেকে কলেজ মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল ও পদযাত্রা এবং পাঁশকুড়া বাসস্ট্যান্ডে বাজেটের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করার ডাক দেওয়া হয়েছে। কেন্দ্রীয় পূর্নাঙ্গ বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানে অর্থ বরাদ্দের দাবী জানিয়ে সংগ্রাম কমিটি গত ২৭ শে জুন প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, কেন্দ্রীয় জলশক্তি দপ্তরের মন্ত্রীর নিকট স্মারকলিপি দিয়েছিল। আশ্চর্যের বিষয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবারেও সাধারণ বাজেটে এ ব্যাপারে কোন উচ্চবাচ্য করলেন না। কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও দেবাশীষ মাইতি বলেন, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার তেরোটি ব্লকের স্থায়ী বন্যা নিয়ন্ত্রণে প্রায় কুড়ি লক্ষাধিক অধিবাসীকে প্রতি বছরের বন্যার হাত থেকে মুক্তি দিতে তৈরি ঘাটাল মাস্টার প্ল্যানে কেন্দ্র এবং রাজ্য সরকার নানা অজুহাতে টালবাহানা করে এখনো পর্যন্ত কোন অর্থ বরাদ্দ করছে না। ফলস্বরূপ দুই জেলার লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক বছর বর্ষার সময় সর্বস্বান্ত হচ্ছেন। নারায়নবাবু আরো বলেন,আমরা এরই প্রতিবাদে আগামী পরশু ২৫ জুলাই ঘাটালের বরদা চৌকান থেকে কলেজ মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল ও পদযাত্রা এবং কলেজ বাসস্ট্যন্ডে কেন্দ্রীয় বাজেটের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি কোরব। এরপরও সরকারের টনক না নড়লে আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নিতে বাধ্য হব।।
এলাকার খবর আমাদের সরাসরি জানাতে ফোন বা WhatsApp করুন 9647180572 নম্বরে। নিচের লিঙ্কে টাচ করে ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়ার WhatasApp গ্রূপে যোগ দিন 👇
আরও খবর পেতে নিচের লিঙ্কে টাচ করে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ও ইউটিউব চ্যানেলটি সাবসক্রাইব করুন 👇