একাদশ শ্রেণী এবং কলেজে প্রথম বর্ষে পাঠরত বিজ্ঞান বিভাগের ছাত্রীদের জন্য দারুণ সুযোগ, বিস্তারিত জেনে নিন

মনসারাম কর, সাংবাদিক,ঘাটাল: মাধ্যমিকে ৭৫ শতাংশ বা তার বেশি নম্বর পেয়ে ২০২৪ শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগে পাঠরত একাদশ শ্রেণীর ছাত্রী এবং সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করে বিজ্ঞান বিভাগে অনার্স কোর্স-এ ভর্তি হওয়া ছাত্রীদের জন্য দারুণ সুযোগ। একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পাঠরত ছাত্রীদের জন্য জুনিয়র বিজ্ঞান কন্যা মেধাবৃত্তি পরীক্ষায় এবং বিজ্ঞান বিভাগে অনার্স কোর্স-এ ভর্তি হওয়া ছাত্রীদের জন্য সিনিয়র বিজ্ঞান কন্যা মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ। পরিক্ষায় অংশ নিতে অনলাইনে আবেদন করা যাবে নিচে দেওয়া লিঙ্কে টাচ করে। আবেদেনের শেষ তারিখ ৩১/০৭/২০২৪ , অনলাইন আবেদনে কোনো খরচ নেই। অনলাইন আবেদন করতে টাচ করুন 

পরীক্ষার তারিখ ১৮ আগস্ট ২০২৪, জুনিয়র বিজ্ঞান কন্যা মেধাবৃত্তি পরীক্ষায় সফল মেধা ছাত্রীদের জন্য থাকছে বছরে ২৫০০ টাকার বইপত্র কেনার খরচ সহ দুবছর পর্যন্ত মাসিক ১২৫০ টাকা করে অনুদান। এবং সিনিয়র বিজ্ঞান কন্যা মেধাবৃত্তি পরীক্ষায় সফলদের জন্য বছরে ৫০০০ টাকার বইপত্র কেনার খরচ সহ চার বছর পর্যন্ত মাসিক ৫০০০ টাকা করে অনুদান।


পরীক্ষা সম্পর্কীয় বিস্তারিত: জুনিয়র বিজ্ঞান কন্যা মেধাবৃত্তি পরীক্ষার সময় ২ ঘন্টা, পূর্ণমান ৯০, মাধ্যমিক স্তরের ভৌতবিজ্ঞান জীবন বিজ্ঞান ও অঙ্ক বিষয় থেকে ৫ নম্বরের ৬ টি করে প্রশ্ন। সিনিয়র বিজ্ঞান কন্যা মেধাবৃত্তি পরীক্ষার সময় ৩ ঘন্টা, পূর্ণমান ১০০, উচ্চ মাধ্যমিক স্তরের বিজ্ঞান বিভাগের বিষয় থেকে ১ নম্বরের ২৫ টি প্রশ্ন, এবং ৫ নম্বরের ১৫ টি প্রশ্ন।


এলাকার খবর আমাদের সরাসরি জানাতে ফোন বা WhatsApp করুন 9647180572 নম্বরে। নিচের লিঙ্কে টাচ করে ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়ার WhatasApp গ্রূপে যোগ দিন 👇 

Join WhataApp Group

আরও খবর পেতে নিচের লিঙ্কে টাচ করে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ও ইউটিউব চ্যানেলটি সাবসক্রাইব করুন 👇

Follow our Facebook Page

Subscribe YouTube Channel






নবীনতর পূর্বতন