মনসারাম কর, পশ্চিম মেদিনীপুর (মো-৯৬৪৭১৮০৫৭২): পুজোর আগে দুয়ারে সরকার ক্যাম্পে রেকর্ড সংখ্যায় আবেদন জমা পড়লো পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। ৩৫ টি প্রকল্পে জেলায় মোট আবেদন জমা পড়েছে ৩৭৩৮৭০টি। তাৎপর্যপূর্ণ ভাবে দেখা গিয়েছে মোট জমা হওয়া আবেদনের মধ্যে লক্ষাধিক আবেদন জমা পড়েছে পরিযায়ী শ্রমিক প্রকল্পে। এ বিষয়ে পশ্চিম মেদিনীপুরের ডেপুটি লেবার কমিশনার তাপস কুমার দত্ত বলেন, জমা হওয়া পরিযায়ী শ্রমিকদের আবেদনের নিষ্পত্তি এবং ওয়েব পোর্টালে আবেদনকারিদের নাম তোলার কাজ চলছে, নিদিষ্ট সময়ের মধ্যেই তা সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
এর পাশাপাশি আরও বেশ কয়েকটি প্রকল্পেও ব্যাপক
সংখ্যায় আবেদন জমা পড়েছে জেলায়, তার মধ্যে রয়েছে লক্ষ্মীর ভান্ডার (৫০১৭৩), বয়ষ্কভাতা(৪৬০৩২), স্বাস্থ্য সাথী (২৭৬৩৫, খাদ্যসাথী( ২০৩৯৬), কৃষকবন্ধু (২৮২০১), বীনামুল্যে সামাজিক সুরক্ষা যোজনা(৩২৩৫৬) এবং অন্যান্য।
জেলার ২১ টি ব্লক এবং
৭ টি পুর এলাকার মধ্যে মোট আবেদনপত্র জমা হওয়ার নিরিখে এগিয়ে দাসপুর-২ ব্লক, এই ব্লকে ৪১৬৪৫ টি আবেদন জমা পড়েছে, কেশপুর ব্লকে- ৩৮৪২৬, সবং ব্লকে ২৩২৫৪, ঘাটাল ব্লকে ২৬৪৭৬ টি। বাকিগুলির ক্ষেত্রে ১০ থেকে ২০
হাজারের মধ্যে রয়েছে। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশেদ আলি কাদরী জানান, জমা
হওয়া সমস্ত আবেদনের নিষ্পত্তি করা হবে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে।