নজরে পঞ্চায়েত: একনজরে ঘাটালের সুলতানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিগত ভোটের ফলাফল, এবারের ভোটে কী হবে?

মনসারাম কর, সাংবাদিক, ঘাটাল: (মো:৯৬৪৭১৮০৫৭২):  গত বিধানসভা ভোটের ফলাফল অনুযায়ী ঘাটাল বিধানসভার সুলতানপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় যে ২৩ টি বুথ রয়েছে তারমধ্যে ১৭ টিতে পিছিয়ে তৃণমূল। মাত্র ৬ টি বুথে অল্প ভোটের ব্যবধানে এগিয়েছিল শাসক দলের প্রার্থী। ২০২১ সালের বিধানসভা ভোটে ঘাটালে বিজেপি প্রার্থী জয়লাভের পিছনে সুলতানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ভোট বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। এই গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে তৃণমূলকে হারিয়ে বিজেপি প্রায় দু’হাজার ভোট লিড দিয়েছিল। যদিও এবিষয়ে শাসকগোষ্ঠীর দাবি “২০২১ মোদিঝড় কাজ করেছে, রাজ্যে ক্ষমতা পরিবর্তনের আশঙ্কায় কিছু কিছু তৃণমূল কর্মী নিষ্ক্রিয় হয়ে গেছিল। কিন্তু গত দু’বছরে সেই ছবিটা অনেকটাই পরিবর্তন হয়েছে, ২০২১ এর বিধানসভা ভোটের পর পরিষেবা পেতে সাধারণ ভোটারদের অনেকেই ছুটে গেছেন তৃণমূলের প্রতিনিধিদের কাছেই। তাই এবারের ছবিটা অনেকটাই বদলাবে। কিন্তু বিজেপির দাবি ছবিটা বদলাইনি, তাঁদের দাবি মানুষ তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে ভোট দেবে। তবে ভোট অবাধ ও শান্তিপূর্ণ হলে বিগত ফলাফল অনুযায়ী সুলতানপুর গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে শাসকদলের অনেকটাই মাথাব্যাথা থাকছে বলেই মত রাজনৈতিক মহলের। রাজনৈতিক মহলের মতে এই গ্রাম পঞ্চায়েতে ২০২১ এর ফলাফলের পর তৃণমূল সাংগঠনিক স্তরে তেমন কিছু পরিবর্তন ঘটাতে পারেনি। তেমন কোনও নতুন মুখ দলের সামনের সারিতে আনতে পারেনি। তাই এবারের ফলাফল আগের থেকে কিছু পরিবর্তন হলেও আমুল পরিবর্তন করা আদৌ সম্ভব কিনা সে নিয়ে ধোঁয়াসা রয়েছে তৃণমূলের অন্দরেই! অন্যদিকে বিজেপি এই গ্রাম পঞ্চায়েত এলাকায় এবার কতটা ভালো ফল করবে তার অনেকাংশ নির্ভর করতে পরে প্রার্থী নির্বাচনের উপর। পাশাপাশি সিপিএম যদি ভোট বাড়াতে পারে তার সম্পূর্ণ প্রভাব পড়বে বিজেপির ভোট বাক্সে। তবে মূল লাড়াইটা হতে চলেছে বিজেপি তৃণমূলের মধ্যেই। বেশ কয়েকটি বুথে গত বিধানসভা ভোটে তৃণমূল বিজেপির প্রাপ্ত ভোটের ফারাক খুব কম সেই বুথগুলি এবার কাদের যুলিতে যাবে সেটাও একটা বড় ফ্যাক্টর। তবে উভয় দলের ক্ষেত্রেই প্রার্থী নির্বাচন বড় ফ্যাক্টর হতে পারে এবারের ভোটে। স্বচ্ছ ভাবমূর্তীযুক্ত, সকলের সাথে ভালো ব্যবহার, বিবাদ কম  এমন প্রার্থীদেরকেই বেশি গুরত্ব দিতে পারেন সাধারণ ভোটাররা। এবার এক নজরে দেখে নেওয়া যাক গত বিধানসভা ভোটের বুথ ভিত্তিক ফলাফলে সুলতানপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কোন বুথে কোন দল কত ভোট পেয়েছিল।

১)রঞ্জপুর প্রাথমিক বিদ্যালয়: সিপিএম- ৫৯, বিজেপি-৪১২, তৃণমূল- ৪০৩

২) সুলতানপুর পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়:  সিপিএম- ২৫, বিজেপি-৪০৬, তৃণমূল- ৩১৫

৩)সুলতানপুর উচ্চ বিদ্যালয়: সিপিএম- ২৬, বিজেপি-৩৭৭, তৃণমূল- ২০৮

৪)সুলতানপুর প্রাথমিক বিদ্যালয়: সিপিএম- ২১, বিজেপি-৩৩৯, তৃণমূল- ২১৮

৫)সুলতানপুর প্রাথমিক বিদ্যালয়: সিপিএম- ৪৪, বিজেপি-৪৯৬, তৃণমূল- ২৪৫

 ৬)দেওয়ানচক প্রাথমিক বিদ্যালয়: সিপিএম- ৪০, বিজেপি-৪১৩, তৃণমূল- ৩১৩

৭)বালিডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়: সিপিএম- ২৫, বিজেপি-৫৫৫, তৃণমূল- ১৮২

৮)বালিডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় নতুন বিল্ডিং: সিপিএম- ১৫, বিজেপি-৪৬৩, তৃণমূল- ২০২

৯)কোমরা গার্লস উচ্চ বিদ্যালয়: সিপিএম- ২২, বিজেপি-২৮৪, তৃণমূল- ২১০

১০)কোমরা বোর্ড প্রাথমিক বিদ্যালয়: সিপিএম- ২৫, বিজেপি-৩১৮, তৃণমূল- ৩৬৪

 ১১)শ্রীমন্তপুর প্রাথমিক বিদ্যালয়: সিপিএম- ২০, বিজেপি-৪৫৭, তৃণমূল- ২৫৮

১২) শ্রীমন্তপুর প্রাথমিক বিদ্যালয়: সিপিএম- ১৬, বিজেপি-২৬১, তৃণমূল- ৩২৯

১৩)সোওয়াই প্রাথমিক বিদ্যালয়: সিপিএম- ৩২, বিজেপি-৩৩৮, তৃণমূল- ২১১

১৪)সোওয়াই শান্তিনাথ জুনিয়র উচ্চ বিদ্যালয়: সিপিএম- ২৩, বিজেপি-২৯৩, তৃণমূল- ১৯১

১৫)লক্ষণপুর প্রাথমিক বিদ্যালয়: সিপিএম- ১৯, বিজেপি-৪৪১, তৃণমূল- ২০৮

১৬)লক্ষণপুর প্রাথমিক বিদ্যালয় (ভি..সি বিল্ডিং): সিপিএম- ১৬, বিজেপি-৩২৪, তৃণমূল-১৫৩

১৭)নারায়ণচক প্রাথমিক বিদ্যালয়:সিপিএম- ৩৪, বিজেপি-২১৫, তৃণমূল- ৩৩৬

১৮) কুরান উচ্চ বিদ্যালয়: সিপিএম- ২৪, বিজেপি-৩৫২, তৃণমূল- ৪৭১

 ১৯)এনাতপুর প্রাথমিক বিদ্যালয়:সিপিএম- ১৪, বিজেপি-৪০৬, তৃণমূল-৩৫৯

২০)কামদেবপুর প্রাথমিক বিদ্যালয়:সিপিএম- ১৪, বিজেপি-১৯২, তৃণমূল- ২৯২

২১)কুরান প্রাথমিক বিদ্যালয়:সিপিএম- ০৭, বিজেপি-২৫১, তৃণমূল- ২৪২

২২)গোবিন্দপুর জুনিয়র উচ্চ বিদ্যালয়: সিপিএম- ১৫, বিজেপি-২৫৮, তৃণমূল- ২৭৪

২৩) গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়: সিপিএম- ১২, বিজেপি-২৯৯, তৃণমূল- ২৭০




নবীনতর পূর্বতন