বিপজ্জনক অবস্থায় থাকা কয়েকটি গাছ প্রয়োজনের তাগিদেই কাটতে হয়েছে, জানালো খড়ার পুরসভা, তৃণমূল পরিচালিত পুরবোর্ডের সিদ্ধান্তকে সঠিক বলেই দাবি এলাকার বিজেপি কাউনসিলরের

 
সম্প্রতি খড়ার পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিদ্যালয় সংলগ্ন চারটি গাছ কাটা নিয়ে পুরসভাকে দুষেছেন কেউ কেউ। কিন্তু এই গাছ কাটা প্রসঙ্গে পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছে ওই স্থানে চারটি গাছ বিপজ্জনক অবস্থায় ছিল। দুটি গাছ গত ঝড়ে স্কুলের দিকে বিপজ্জনকভাবে ঝুঁকেছিল। অপর দুটি গাছের ডাল বিদ্যুতের তারের উপর পড়ে গিয়েছিল। সেখানে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার আশঙ্কা ছিল। বিদ্যুৎ দপ্তরের পরামর্শে এবং ঝুঁকিপূর্ণদিক বিবেচনা করে সেই গাছ স্থানীয় প্রশাসন হিসেবে কাটতে বাধ্য। পুরসভা কর্তৃপক্ষ জানায় কেউ কেউ এই বিষয়ে বিতর্কিত মন্তব্য করছেন। কিন্তু তাঁদের জানা দরকার কোনটা উচিৎ কাজ কোনটা উচিৎ নয়। পুরসভার এই গাছ কাটাকে ন্যায়সংগত হিসেবেই দেখছেন স্থানীয় বিজেপি কাউনসিলর ফাল্গুনী মিশ্র। তিনি বলেন সার্বিক দিক বিবেচনা করে পুরসভার এই গাছ কাটার মধ্যে কোনও দোষ নেই। ঝড়ে অনেক সময় অনেক গাছ পড়ে যায়, সেগুলিকেও কেটে সরিয়ে দিতে বাধ্য হয় স্থানীয় প্রশাসন। তার জন্য বনদপ্তের অনুমতি লাগবে এমন কোনও মানে নেই। বিপদ এড়াতে বা আপদকালীন পরিস্থিতেই ওই চারটি গাছ কাটা হয়েছে বলে মনে করেন তিনি। ফাল্গুনীবাবু বলেন সারারণ মানুষের সামস্যার কথা ভেবে লোকাল প্রশাসনকে তো তাদের কাজ করতেই হবে। পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছে যেহেতু ওই কয়েকটি গাছ  বিপজ্জনকভাবে ছিল এবং বিভিন্ন সেক্টর তা জানে তাই ওই গাছকাটা নিয়ে বিতর্ক ওঠা ঠিক নয়।  

 

নবীনতর পূর্বতন