ট্রেন দুর্ঘটনায় পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ৯০ জন, তালিকা ক্রমশ লম্বা হচ্ছে, জেলায় মৃত ২

মনসারাম কর, সাংবাদিক, ঘাটাল (মো: ৯৬৪৭১৮০৫৭২):  রাত ৯ টায় পাওয়া রিপোর্ট অনুযায়ী ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন হাসপাতালে মোট চিকিৎসাধীন প্রায় ৯০ জন। সময় যত এগোচ্ছে জেলার হাসপাতাল গুলিতে ভর্তির সংখ্যা ততই বাড়ছে। জেলার হাসপাতাল গুলিতে ভর্তি হওয়া অনেকের বাড়ি ভিন জেলায়। জেলার হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে এই জেলারই রয়েছেন প্রায় ৩০ জন।  বাকিরা ভিন জেলার বাসিন্দা। তবে এই জেলার আরও অনেকেই রয়েছেন যাঁরা বালেশ্বর বা অন্যত্র চিকিৎসাধীন। শেষ পাওয়া তালিকা অনুযায়ী এই জেলায় চিকিৎসাধীন এবং এই জেলারাই বাসিন্দা এমন বেশ কিছু নাম পাওয়া গেছে। তারমধ্যে রয়েছেন চন্দ্রকোনা থানা এলাকার রাইলা  গ্রামের চার জন। নাম- নিতাই দোলই, শীতল দোলই, কার্তিক দোলই, সুমন বাগাল। দাসপুরের তিন জন। নাম - শ্রীকান্ত মাল, কাশীনাথ সাউ, অজয় সাউ।  ডেবরার এক জন।  নাম- বিষ্ঞু মাইতি। ঘাটাল থানার তিন জন। নাম- শীবম মাইতি, আজিমুদ্দিন খান ও সুদীপ্ত রায়। ঘোয়ালতোড় থানার তিন জন। নাম- শিপুদ্দিন খান, আরমান খান ও আম্বিয়া খান। খড়গপুর থানার একজন। নাম- ইন্দ্র কুমারী। খড়গপুর লোকাল থানার একজন। নাম- অমিয় জানা। কোতোয়ালী থানার মোট চার জন। নাম - সেখ ফারমান আলি, মিনারা বিবি, বাদরুল বিবি ও বাসেরা বিবি। পিংলা থানার দুজন। নাম- উত্তম মান্না, সতদল বেরা। চিকিৎসাধীন আরও এক ব্যক্তি হলেন অশোক মাল, তাঁরও বাড়ি এই জেলাতেই। প্রশাসনিক সূত্রে খবর এই জেলার আরও অনেকেই আহত হয়ে অন্যত্র চিকিৎসাধীন। কয়েকজনকে অশঙ্কা জনক অবস্থায় কলকাতায় রেফার করা হয়েছে। দুঘর্টনার কবলে পড়ে মৃত্য হয়েছে মৃত্যু হয়েছে চন্দ্রকোনা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিজয় মন্ডলের, বয়স ৫৫ বছর। ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গড়বেতা এলাকার আরও একজনের। যার পূর্ণ তথ্য এখনও মেলেনি।

     সব মিলিয়ে ভিন জেলার অনেকেই যেমন এই জেলার হাসপাতালে চিকিৎসাধীন তেমনই এই জেলার আহতর সংখ্যার তালিকাও বেশ লম্বা হচ্ছে ক্রমশ। আহতদের সাথে কথা বলে জানা গেছে অধিকাংশের মাথা ছাতি হাত ও পায়ে আঘাত লেগেছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 

    দুর্ঘটনার কবলে পড়া আহতদের সুস্থ করতে শনিবার দিনভর চলে জোর  তৎপরতা। আহতেদের বিভিন্ন হাসপাতেলে পৌঁছানো থেকে শুরু করে চিকিৎসার যাবতীয় দিক দেখভাল করতে মাঠে নামেন জনপ্রতিনিধি থেকে শুরু করে পুলিশ ও প্রশাসনিক কর্তারা। আহতদের সুস্থ করতে স্বাস্থ্য মহল সজাগ রয়েছে। চন্দ্রকোনার মৃত বিজয় মন্ডলের দেহ বাড়ি ফিরতেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত ও আহতদের সমবেদনা জানিয়েছেন বিভিন্ন স্তরের মানুষ।



নবীনতর পূর্বতন