ঘাটালের বেশ কিছু আসনে তলে তলে সিপিএম-বিজেপি আঁতাত

মনসারাম কর: গ্রাম পঞ্চায়েতের আসনে মনোনয়ন পর্ব শেষ। ঘাটালের ২০৪ টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে ৭০ টির বেশি আসনে মনোনয়ন জমা করেনি সিপিএম। ওই আসনগুলিতে মনোনয়ন জমা করেছে বিজেপি। আবার প্রায় ২০ টি আসনে মনোনয়ন জমা করেনি বিজেপি। সেই আসনগুলিতে মনোনয়ন জমা করেছে সিপিএম। আবার বেশ কয়েকটি আসনে সিপিএমের হয়ে মনোনয়ন জমা করেছে তৃণমূল ঘনিষ্ঠ কেউ। যে সকল আসনে সিপিএম অথবা বিজেপির কেউ একজন মাত্র মনোনয়ন জমা করেছে সেই আসনগুলিতে দুই বিরোধী দলের মধ্যে আঁতাত দেখছে শাসকদল। এবিষয়ে বিজেপি এবং সিপিএম নেতৃত্ব প্রকাশ্যে মুখ না খুললেও নিচু তলায় বেশ কিছু গ্রাম পঞ্চায়েত আসনে তৃণমূলকে ঠেকাতে দুই বিরোধী শিবির যে তলে তলে হাতে হাত মিলিয়েছে তা স্পষ্ট। সিপিএম এবং বিজেপির নিচু তলার কিছু কর্মী উভয়ের অলিখিত জোটের কথা কার্যত মেনেই নিয়েছেন। যদিও দুই বিরোধী শিবিরের হাতে হাত মেলানোকে আমল দিচ্ছেন না শাসকদলের নেতারা। তাঁদের দাবি মানুষ উন্নয়ন দেখেই তৃণমূলকে ভোট দেবে। যদিও তৃণমূল প্রকাশ্যে একথা বললেও তাঁরা চান সিপিএম একক ভাবে ভোট কাটলে লাভ হবে তৃণমূলের। রাজনৈতিক মহলের মতে সিপিএম বিজেপির ভোট কাটাকাটিতে হাসি চওড়া হবে আখেরে তৃণমূলের। তাই উভয় বিরোধী দল হাত মেলালে চাপ বাড়বে তৃণমূলের।



নবীনতর পূর্বতন