মনসারাম কর, সাংবাদিক, ঘাটাল: ১৮ থেকে ৬০ বছর পর্যন্ত শ্রমিক যারা এরাজ্যের বাসিন্দা কিন্তু ভিন রাজ্যে গিয়ে নানান কাজে কর্মতর তারা এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করে রাখতে পারবেন। নাম নথিভুক্ত করতে বিডিও অফিসে শ্রমিক কল্যান সহায়তা কেন্দ্র বা স্থানীয় গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে হবে।
১) ৬০ বছর বয়সের আগে শ্রমিকের সাধারণ
মৃত্যুতে পরিবার পাবেন ৫০০০০ (পঞ্চাশ হাজার) টাকা।
২) ৬০ বছরের আগে দুর্ঘটনা জনিত মৃত্যুতে
পরিবার পাবেন ২০০০০০ (দু’লক্ষ) টাকা।
৩) পশ্চিমবঙ্গরে বাইরে কাজ করতে গিয়ে কোনও
শ্রমিকের মৃত্যু হলে তার মৃতদেহ ফিরিয়ে আনার খরচ বাবদ ২৫০০০ (পঁচিশ হাজার) টাকা।
৪) ভিন রাজ্যে কোনও শ্রমিকের মৃত্যু হলে যদি
সেখানেই তার মৃতদেহের শেষকৃত্য করা হয় তার জন্য ৩০০০ (তিন হাজার) টাকা।
৫) পশ্চিমবঙ্গের বাইরে কাজে গিয়ে
কর্মক্ষেত্রে দুর্ঘটনা জনিত কারণে যদি কেই শারীরিক ভাবে অক্ষম হয়ে পড়েন তাহলে ১০০০০০
(এক লক্ষ) টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।
এছাড়াও ভিন রাজ্যে কর্মরত শ্রমিকদের জন্য
সময়ে সময়ে অন্যান্য সুবিধা প্রধান করা হতে পারে বলে নাবান্নের এক নির্দেশিকায়
জানানো হয়েছে।