মনসারাম কর, সংবাদ প্রতিনিধি: গত ১০ মার্চ ডিউটি না করে মহার্ঘভাতার দাবিতে ধর্মঘটে সামিল হওয়ার জন্য পশ্চিম মেদিনীপুর জেলার ১৩৮৩ জন শিক্ষকের নামে শো-কজ নোটিশ জারি করলো মধ্যশিক্ষা পর্ষদ। ২২ মার্চ মধ্যশিক্ষা পর্ষদের তরফে এই নোটিশ ইস্যু করা হয়েছে। আগামী ৭ মধ্যে তার যাথাযত উত্তর দিতে বলা হয়েছে নোটিশে। এই সংখ্যাটা কেবল মাত্র মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলির। প্রাথমিক বিদ্যালয়গুলির ক্ষেত্রেও এই শো-কজ নোটিশ জারি হয়েছে বলে জানা গেছে। তবে সেই তালিকা এখনও আমাদের হাতে আসে নি। নোটিশে নাম থাকা এক শিক্ষক বলেন ‘শো-কজ তালিকায় নাম আছে দেখেছি তবে সেই চিঠি অফিসিয়ালিভাবে এখনও পাইনি। চিঠি পেলে উত্তর দেওয়া হবে’। তবে সাত দিনের মধ্যে উপযুক্ত কারণ না দর্শালে নোটিশে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। নিচের লিংকে টাচ করে দেখে নিন পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে কোন স্কুলের কোন কোন শিক্ষকের নামে নোটিশ জারি হয়েছে।
Tags
ব্রেকিং নিউজ