নিজস্ব প্রতিনিধি: বাড়ির পায়খানার চেম্বারে জমে থাকা দুর্গন্ধযুক্ত আবর্জনা অন্যের জমিতে ঢেলে বিতর্কে মনসুকার গোপাল চন্দ্র সামন্ত নামে এক ব্যক্তি। তাঁর বিরুদ্ধে বেআইনি এবং পরিবেশ দূষণমূলক কাজের অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন জমির মালিক বিশ্বজিৎ সাঁতরা। গ্রাম পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনের কাছে লিখিত বয়ানে তিনি জানিয়েছেন “রাতের অন্ধকারে বিনা অনুমতিতে গোপাল চন্দ্র সামন্ত তাঁর বাড়িতে পায়খানার চেম্বারের দুর্গন্ধময় নোংরা আবর্জনা ও জল সমগ্র জমিতে ফেলেছেন। ফলত সমগ্র জমি কালো ও দূষিত হয়ে রয়েছে এবং চারদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে"। গ্রাম পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের কাছে গোপালবাবুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আর্জি জানিয়েছেন বিশ্বজিৎবাবু।
প্রসঙ্গত বর্তমান সময়ে যেখানে “স্বচ্ছ ভারত অভিযান” এবং “মিশন নির্মল বাংলা” নামে প্রকল্পের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতায় জোর দিয়েছে সরকার, সেখানে গোপালবাবুর এই কাজের নিন্দা করেছেন বিভিন্ন মহল এবং স্থানীয় বাসিন্দাদের অনেকেই। এ-বিষয়ে গোপাল চন্দ্র সামন্ত তাঁর ভুল স্বীকার করে জানান, তাঁর অবর্তমানে ঠিকা-কর্মীরা এই কাজ করে ফেলেছেন; তবে যেহেতু এর দায় তাঁর, তাই দু-একদিনের মধ্যেই ওই আবর্জনা তিনি নিজে পরিষ্কার করে দেবেন বলে জানান।