ঘাটালের সেই আয়ুষ্মান সিবিএসই বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় দেশে ষষ্ঠ স্থান দখল করলো

 অদিতি পান, ঘাটাল:  সিবিএসই বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় ৫০০ এর মধ্যে ৪৯৪ নম্বর পেয়ে সারা ভারতের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করলো আয়ুষ্মান ঘটক। আরামবাগ বিবেকানন্দ অ্যাকাডেমীর ছাত্র আয়ুষ্মান। আয়ুষ্মানের বাবা উদয় ঘটক বড়দা বাণীপীঠ হাইস্কুলের ভূগোলের  শিক্ষক ছিলেন। মা শিবানীদেবী ছিলেন কুমারচক হাইস্কুলের সংস্কৃতের শিক্ষিকা। বাবা-মা এর কর্মসূত্রে আয়ুষ্মান এক সময় ঘাটাল শহরে থাকতো এবং ঘাটালেরই একটি স্কুলে  (এন.আর.অ্যাকাডেমী) নার্সারী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত তার প্রাথমিক শিক্ষা । বাবার স্কুল বাণীপীঠ হাইস্কুলেও কিছু দিন পড়াশোনা করে সে। উদয়বাবু  বদলি নিয়ে ফিরে যান নিজের বাড়িতে এলাকায়।   বর্তমানে তিনি বাঁকুড়া জেলার গোপীনাথপুর সরোজবাসিনী হাইস্কুলে কর্মরত। আয়ুষ্মানের বাড়ি বাঁকুড়া জেলার কোতুলপুরে।
ছবিতে বাবা মায়ের মাঝে 
আয়ুষ্মান।



নবীনতর পূর্বতন