মনসারাম কর, সাংবাদিক, ঘাটাল: ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে থানায় বা সাইবার সেলে না গিয়েই বাড়িতে বসেই অনলাইনে অভিযোগ নথিভুক্ত করা যাবে এবার। তার জন্য ‘খোঁজ’ নামে একটি নতুন অনলাইন পোর্টাল এবং মোবাইল অ্যাপ চালু করলো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। প্লেস্টোর থেকে মোবাইল অ্যাপটি ডাউনলোড করা যাবে। হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল সম্পর্কে নানান তথ্য ওই অ্যাপ বা পোর্টালে নথিভুক্ত করলেই তা পৌঁছে যাবে পুলিশের কাছে। মঙ্গলবার ওই বিশেষ অ্যাপ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার ধৃতিমান সরকার। তবে ওই অ্যাপটি কেবল পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষেত্রেই প্রযোজ্য।মঙ্গলবার নতুন অ্যাপ উদ্বোধনের পাশাপাশি ৩৫ টি হারিয়ে যাওয়া মোবাইল ফিরেয়ে দেন পুলিশ সুপার। নিচের লিঙ্কের মাধ্যমে অনলাইনে আবেদন জানানো যাবে।
পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগ: মোবাইল হারিয়ে গেলে বা চুরি হলে কী করবেন? বিস্তারিত জানুন...
byMansaram Kar
-