ঘাটাল মহকুমা হাসপাতালে একই শিশুর দুবার মৃত্যু! এই ঘটনায় চুপ থাকবেন মুখ্যমন্ত্রী?

 মনসারাম কর, সাংবাদিক ঘাটাল, (৯৬৪৭১৮০৫৭২): জীবিত শিশুকে ডেথ সার্টিফিকেট দিয়ে পরিবারের হাতে তুলে দিয়েছিল ঘাটাল হাসপাতাল। বাড়ি নিয়ে গিয়ে শেষকৃত্য করার জন্য মোড়ক খুলতেই পরিবার দেখে শিশুটি জীবিত রয়েছে। তড়িঘড়ি ফের ঘাটাল হাসপাতালে নিয়ে আসতেই সেই শিশুকে ভর্তি নিয়ে চিকিৎসা শুরু করে ডাক্তার। পরে শিশুটি মারা যায়। অর্থাৎ সরকারি খাতায় একই শিশুর দুবার মৃত্যু। সরকারি প্রতিষ্ঠানের এ কেমন অবস্থা? প্রশ্ন তুলেছেন মৃত শিশুর পরিবার। জানাগেছে ৮ এপ্রিল শনিবার ভোরে গড়বেতার রসকুন্ডু এলাকার মোনালিশা খাতুন নামে এক গর্ভবতী গৃহবধূকে ভর্তি করেন তাঁর পরিবার। দুপুরে তিনি পুত্র সন্তান প্রসব করেন। কিন্তু বিকেল পাঁচটার সময় হাসপাতালের তরফে ওই পরিবারকে জানিয়ে দেওয়া হয় শিশুটি মারা গেছে এবং শিশুটির মধ্যে নানান সমস্যা ছিল। রাত ৯ টায় শিশুটির ডেথ সার্টিফিকেট সহ শিশুটিকে নিয়ে বাড়ি যান পরিবার পরিজনরা। শিশুটিকে কবরস্ত করতে গিয়ে তাঁরা দেখেন ওই শিশু তখন জীবিত। সেই সময় তড়িঘড়ি শিশুটিখে ঘাটাল হাসপাতালে নিয়ে আসা হয়। শিশুটিকে পুনরায় ভর্তি নিয়ে শুর করেন ডাক্তার।  ৯ এপ্রিল রবিবার ভোর রাতে শিশুটি মারা যায় বলে জানা গেছে। এই ঘটনায় সরকারি হাসপাতালের দায় দায়িত্ব ও চিকিৎসা পরিষেবা কার্যত প্রশ্নের মুখে। কর্তব্যরত চিকিৎসাক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে শংশ্লিষ্ট বিভাগে অভিযোগ দায়ের করা হবে বলে শিশুটির পরিবার সূত্রে জানা গেছে।  ঘাটাল হাসপাতালের সুপার সু্ব্রত দে বলেন এই ঘটনার পূর্ণ তদন্ত করা হবে।

নবীনতর পূর্বতন