গামাগী ২৭ এপ্রিল বিয়ে ঠিক হয়েছিল বীরসিংহ গার্লস হাইস্কুলের এক নাবালিকা ছাত্রীর। নাবালিকা বিয়ের খবর গোপনসূত্রে পৌঁছে যায় পুলিশ ও ঘাটাল ব্লক প্রশাসনের কাছে। খবর পেয়ে আজ সেই নাবালিকার বাড়িতে যায় পুলিশ প্রশাসন। বিয়ে বন্ধের নিদান দেওয়া পুলিশের তরফে। অন্যথায় কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে দেয় পুলিশ। অবশেষে পরিবারের তরফে মুচলেখা দিয়ে জানিয়ে দেওয়া হয় ১৮ বছর বয়স না হলে বিয়ে দেওয়া হবে না।
বীরসিংহ বালিকা বিদ্যালয়ের এক নাবালিকা ছাত্রীর বিয়ে আটকালো পুলিশ প্রশাসন
byMansaram Kar
-
