পারিবারিক বিবাদকে কেন্দ্র করে রাজনৈতিক হিংসা। মারামারিতে জখম - ৩, আটক - ১

শ্যামল কুমার রং, সাংবাদিক, ঘাটাল: ঘাটালের ইরপালা এলাকায় রবীন্দ্র পড়ে  এবং অমিত পড়ে নামে কাকা ভাইপো পারিবারিক বিবাদে রাজনৈতিক রং লাগল। রবীন্দ্রবাবু এলাকায় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য অন্যদিকে অমিতবাবু এলাকার বিজেপি নেতৃত্ব। গতরাতে উভয়ের মধ্যে পারিবারিক বিবাদ এবং বচসা শুরু হয়। প্রথমে বচসা এবং তারপরেই মারামারিতে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। ঘটনায় জখম হন তিনজন। তাদের ঘাটাল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।


যেহেতু উভয়েই দুটি রাজনৈতিক দলের সাথে যুক্ত তাই রাজনৈতিক রঙ লাগতে বেশি সময় লাগেনি এই ঘটনায়। পরিস্থিতি এমনই পর্যায়ে পৌঁছায় যে তা সামাল দিতে রাতেই ঘটনাস্থলে পৌঁছান ঘাটাল থানার ওসি। তাদের মধ্যে একজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। এলাকায় পুলিশি নজরদারি চলছে। 

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

নবীনতর পূর্বতন