ঘাটালে দুয়ারে সরকার ক্যাম্পে নজর কাড়বে সেলফি জোন, স্মার্ট ফোনে "আই লাভ দুয়ারে সরকার" এর সাথে ক্যামেরা বন্দি করা যাবে নিজেকে।

নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: এবারের দুয়ারে সরকার ক্যাম্পে থাকছে সেলফি জোন। ক্যাম্পে একটি বিশেষ পয়েন্ট করে সেখানে লেখা থাকবে "আই লাভ দুয়ারে সরকার"। সরকারি সুবিধা নিতে দুয়ারে সরকার ক্যাম্পে আসা মানুষজন ইচ্ছে করলেই নিজের স্মার্ট ফোনে ওই বিশেষ জোনে "আই লাভ দুয়ারে সরকার" এর সাথে নিজেদের ক্যামেরাবন্দি করতে পারবেন। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের ক্যাম্পগুলির ক্ষেত্রে এমনই একটি সেলফি পয়েন্ট রাখার পরিকল্পনা নিয়েছেন ব্লক প্রশাসন। প্রসঙ্গত, বর্তমানে স্মার্ট ফোনের যুগে সেলফি পয়েন্ট বিশেষ নজর কাড়ে। মূলত যে সকল স্থানে মানুষের ভিড় বেশি হয় সেই সকল স্থানে সেলফি জোনের গুরুত্ব বেড়েছে সম্প্রতি। দুয়ারে সরকার ক্যাম্পে "আই লাভ দুয়ারে সরকার" সেলফি জোন বিশেষ নজর কাড়তে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। প্রসঙ্গত,  আগামী ১ এপ্রিল শনিবার থেকে গোটা রাজ্যের সাথে পশ্চিম মেদিনীপুর তথা ঘাটাল মহকুমা জুড়ে শুরু হচ্ছে ষষ্ঠ দফার দুয়ারে সরকার ক্যাম্প। পঞ্চায়েত ভোট যদি সময় মত হয়, তাহলে গ্রাম বাংলার ভোটের আগে এটাই শেষ দুয়ারে সরকার ক্যাম্প হবে বলেই মনে করা হচ্ছে। তাই নাগরিকদের সুবিধা দিতে এবার প্রত্যেক গ্রাম পঞ্চায়েত এলাকায় একদিনে একাধিক ক্যাম্প করার পরিকল্পনা নিয়েছে প্রশাসন। দুয়ারে সরকার ক্যাম্পে জমা পড়া আবেদন যাতে সময়ের মধ্যে নিষ্পত্তি হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে এবার।


নবীনতর পূর্বতন