কেন্দ্রীয় স'রকারের কৃ'ষিবীমা থেকে এই রাজ্যের কৃষকরা ব'ঞ্চিত কেন? কি বললেন রা'জ্যপাল !


বিশ্বভারতীতে সাং'বাদিক সম্মেলন করে রাজ্য স'রকারের সমালোচনা করলেন রা'জ্যপাল জগদীপ ধনকর। শ্রী'নিকেতনে সস্ত্রীক হ'লকর্ষণ উৎসবে যোগ দেওয়ার পর বাংলাদেশ ভ'বনে গিয়ে সাংবাদিক স'ম্মেলন করে বলেন, রাজ্যের পুলিশ শা'সকদলের নেতাদের মতো আ'চরন করছেন যা কাম্য নয়। তিনি সব ব্যা'পারটাই নজর রা'খছেন। তিনি বলেন,কেন্দ্রীয় স'রকারের কৃ'ষিবীমা থেকে এই রাজ্যের কৃষকরা ব'ঞ্চিত। শুধু মাত্র রাজ্য স'রকারের ভুল নীতির জন্য।রাজ্যপাল রা'ষ্ট্রপতি প্র'নব মুখোপাধ্যায়ের জন্য উ'দ্বেগ প্রকাশ করেন। শ্রীনিকেতন থেকে শা'ন্তিনিকেতন আাসার পথে র'বীন্দ্রভবনে একটি স্থা'য়ী প্রদর্শনীর উদ্বোধন করেন। বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক বি'দ্যুৎ চক্রবর্তী একটি আলোক চিত্র বই তাঁর হা'তে উপহার স্ব'রূপ তুলে দেন।

(সৈ:ABSK)

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

নবীনতর পূর্বতন